পেহেলগাম, কাশ্মীর | নিজস্ব প্রতিবেদক
কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামের নিকটবর্তী বৈসারণে বন্দুকধারীদের হামলায় অন্তত পাঁচজন পর্যটক নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।
পেহেলগাম থেকে প্রায় তিন মাইল (৫ কিলোমিটার) দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত বৈসারণে একদল সশস্ত্র হামলাকারী পর্যটকদের একটি বাসকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। হামলার পরপরই ভারতীয় সেনা ও আধাসামরিক বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে সেনাদের অস্ত্রসহ দৌড়াতে দেখা গেছে।
কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই হামলাকে “সাম্প্রতিক বছরের মধ্যে বেসামরিক নাগরিকদের উপর সবচেয়ে মর্মান্তিক আক্রমণ” বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “এটি একটি কাপুরুষোচিত কাজ এবং এর জবাব দিতেই হবে।”
হামলায় আহত আরও কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে হামলাকারীদের খোঁজ করছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
এই ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পেহেলগাম এবং তার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
কাশ্মীর উপত্যকাকে ভারতের "সুইজারল্যান্ড" বলা হলেও, এই ধরনের সহিংস ঘটনার ফলে রাজ্যের পর্যটন খাত ফের বড় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মহল।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.