তারেরিখ: ৩ জুন ২০২৫ | স্থান: ঢাকা | প্রতিবেদক: নিজস্ব প্রতিনিধি
দীর্ঘ পাঁচ বছর পর আবারও প্রাণ ফিরে পাচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। সংস্কারকাজে দীর্ঘ সময় বন্ধ থাকার পর আগামী ৪ ও ১০ জুন এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। প্রতিপক্ষ শক্তিশালী, stakes অনেক বড়—এ যেন ফুটবলপ্রেমীদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্তের প্রত্যাবর্তন।
জাতীয় ফুটবল দল ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে এবং তারা এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। স্টেডিয়াম ঘিরে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও আয়োজনে চলছে সাজসাজ রব। খেলা সফলভাবে সম্পন্ন করতে কঠোর নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
এনএসসির জারি করা নির্দেশনায় বলা হয়েছে,
খেলা চলাকালীন স্টেডিয়ামে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা বলয়,
স্টেডিয়ামের ভেতরে ও বাইরে চলবে সার্বক্ষণিক মনিটরিং,
প্রবেশদ্বারে থাকবে বিশেষ চেকপোস্ট,
মাঠে ঢোকার আগে খেলোয়াড় ও কর্মকর্তাদের পরিচয় নিশ্চিত করতে হবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে,
সাংবাদিক, ফটোগ্রাফার ও কর্মরত স্টাফদের জন্য আলাদা এক্রিডিটেশন কার্ড বাধ্যতামূলক।
এছাড়াও দর্শকদের জন্য জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ—মোবাইল ফোন ও ব্যানার ব্যবহার নিয়ন্ত্রিত থাকবে, অনুমতি ছাড়া মাঠে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
দীর্ঘ সংস্কারের পর জাতীয় স্টেডিয়াম এখন আধুনিক রূপে সজ্জিত।
আধুনিক ফ্লাডলাইট,
উন্নত মানের ড্রেনেজ সিস্টেম,
ডিজিটাল স্কোরবোর্ড,
চেয়ারবিহীন গ্যালারিকে রূপান্তর করে বসানো হয়েছে আন্তর্জাতিক মানের আসন,
প্রেস বক্স ও ভিআইপি গ্যালারি নতুনভাবে নির্মাণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.