📅 তারিখ: ৪ জুন ২০২৫ | 📍 ঢাকা | 🖋️ ধর্ম বিষয়ক প্রতিবেদক
ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি প্রকাশ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার (৪ জুন) সংস্থাটির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন অর্থাৎ ১০ জিলহজ ১৪৪৬ হিজরি (সম্ভাব্য ১৭ জুন ২০২৫) মঙ্গলবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা। এরপর পর্যায়ক্রমে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সময়সূচি নিচে দেওয়া হলো:
প্রথম জামাত – সকাল ৭:০০টা
দ্বিতীয় জামাত – সকাল ৮:০০টা
তৃতীয় জামাত – সকাল ৯:০০টা
চতুর্থ জামাত – সকাল ১০:০০টা
পঞ্চম জামাত – সকাল ১০:৪৫টা
প্রতিটি জামাতে দেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও খতিবগণ ইমামতি করবেন। প্রথম জামাতে জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. সালাহউদ্দিন ইমামতি করবেন বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। পরবর্তী জামাতগুলোর ইমামতির দায়িত্বে থাকবেন ইসলামিক ফাউন্ডেশন মনোনীত আলেমগণ।
ঈদের জামাত সফলভাবে সম্পন্ন করতে ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয়, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), সিটি করপোরেশন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। জামাতে আগত মুসল্লিদের জন্য ওজু, টয়লেট, জায়নামাজ ব্যবস্থাসহ পর্যাপ্ত নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা থাকবে।
আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় মসজিদের অভ্যন্তরে জামাত অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বায়তুল মোকাররমের ভেতরের সারিবদ্ধভাবে মুসল্লিদের অবস্থানের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সব মুসল্লিকে যথাসময়ে জামাতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে অনুরোধ করা হয়েছে যাতে মুসল্লিরা নিজ নিজ জায়নামাজ ও হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে আনেন এবং পরিচ্ছন্নতা বজায় রাখেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.