📅 তারিখ: ৪ জুন ২০২৫ | 📍 আন্তর্জাতিক ডেস্ক | 🖋️ প্রতিবেদক
অধিকৃত অঞ্চলে উত্তেজনা, জবাবি হামলার ইঙ্গিত তেল আবিবের
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সিরিয়া থেকে ইসরায়েলের অধিকৃত গোলান হাইটস অঞ্চলের দিকে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি মঙ্গলবার (৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (IDF) এক বিবৃতিতে জানায়, গোলান হাইটসের দিকে ছোড়া দুটি রকেটের একটি খোলা জায়গায় বিস্ফোরিত হয়েছে, অন্যটি মাঝপথেই ব্যর্থ হয়। এতে কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রকেট দুটি সিরিয়ার ভেতর থেকে ছোড়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রিপোর্ট লেখা পর্যন্ত সিরিয়ার সরকারি কোনো সংস্থা কিংবা সামরিক বাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে অতীতে সিরিয়ার বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী এবং ইরান-সমর্থিত মিলিশিয়ারা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলার জন্য রকেট নিক্ষেপ করে আসছে।
উল্লেখ্য, ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে সিরিয়ার কাছ থেকে গোলান হাইটস দখল করে নেয় ইসরায়েল। ১৯৮১ সালে একতরফাভাবে অঞ্চলটিকে নিজেদের অংশ হিসেবে ঘোষণা করে তেল আবিব, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এখনো অঞ্চলটিকে সিরিয়ার ভূখণ্ড হিসেবে বিবেচনা করে।
এই রকেট নিক্ষেপের ঘটনায় সিরিয়া-ইসরায়েল সীমান্ত অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, “যেকোনো হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে। ইসরায়েলের নিরাপত্তা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।”
রকেট হামলার ঘটনার পর জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, লেবানন ও গাজা সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই গোলান হাইটসে এমন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.