শুক্রবার, ৬ জুন ২০২৫ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ | জেলা সংবাদ – সিরাজগঞ্জ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ জেলার বিভিন্ন পয়েন্টে যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ সংলগ্ন হার্ডপয়েন্টে পানি বেড়েছে ৭৭ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে ৮৩ সেন্টিমিটার। ফলে নদী তীরবর্তী ও চরাঞ্চলের মানুষদের মধ্যে বন্যা ও ফসলহানির আশঙ্কা প্রবল হয়ে উঠেছে।
পানি এখনও বিপদসীমার নিচে, তবে শঙ্কা কাটেনি
বর্তমানে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১৬৮ সেন্টিমিটার নিচ দিয়ে এবং কাজিপুরে ১১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও এখনো বিপদসীমা অতিক্রম করেনি, তবে যেভাবে পানি বাড়ছে তাতে আগামী কয়েক দিনের মধ্যে তা উদ্বেগজনক রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
চরাঞ্চলে বন্যার পূর্বাভাস
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি উপজেলার অন্তত ৩৫টি ইউনিয়নের চর ও নিম্নাঞ্চল ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আগাম বন্যার সম্ভাবনায় এসব এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ফসলের ক্ষতির আশঙ্কা
বিশেষজ্ঞরা বলছেন, যমুনা তীরবর্তী নিম্নাঞ্চলের ধান, পাট ও শাকসবজির খেত ইতোমধ্যেই আংশিকভাবে জলাবদ্ধ হয়ে পড়েছে। পানির আরও বৃদ্ধি হলে এসব ফসল সম্পূর্ণভাবে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
পাউবোর সতর্ক বার্তা
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী এক সংবাদ বিবৃতিতে জানান, “বর্ষার শুরুতেই উজানের ঢল ও পাহাড়ি পানির প্রভাবে যমুনার পানি বাড়ছে। পানি এখনো বিপদসীমার নিচে থাকলেও আমরা সার্বক্ষণিক নজরদারিতে আছি এবং প্রস্তুতিমূলক কার্যক্রম হাতে নিয়েছি।”
জেলা প্রশাসনের প্রস্তুতি
সিরাজগঞ্জ জেলা প্রশাসক বলেন, “আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মজুদ জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।”
জনগণের দুর্ভোগ শুরু
চরাঞ্চলের মানুষজন এখন থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন। পানির বাড়বাড়ন্তে অনেক এলাকায় কাঁচা রাস্তা ও ঘরবাড়ি তলিয়ে যেতে শুরু করেছে। নৌকা ছাড়া যাতায়াত সম্ভব নয় এমন পরিস্থিতিও সৃষ্টি হয়েছে কোথাও কোথাও।
সংক্ষেপে:
সিরাজগঞ্জ শহর পয়েন্টে ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৭৭ সেন্টিমিটার
কাজিপুরে বৃদ্ধি ৮৩ সেন্টিমিটার
৩৫টি ইউনিয়নে আগাম বন্যার শঙ্কা
নিম্নাঞ্চলের ফসল হুমকির মুখে
পাউবো ও প্রশাসনের নজরদারি ও প্রস্তুতি চলছে
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.