লালমনিরহাট | নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক শিক্ষার পাশাপাশি শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে সংস্কৃতি ও খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, "শুধু পড়ালেখাই যথেষ্ট নয়, শিশুদের বাধ্যতামূলকভাবে সংস্কৃতি ও খেলাধুলাসহ সব ধরনের সহ-শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত থাকতে হবে। এর মাধ্যমে তাদের ব্যক্তিত্ব গঠনের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত হবে।"
মঙ্গলবার লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন অডিটরিয়ামে বিএনপির আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান আরও বলেন, "আজকাল পত্রিকা খুললেই দেখি সংস্কার আর সংস্কার। অথচ সংস্কার শুরু করেছে বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। বিএনপি জনগণের ভোটে যদি আবার ক্ষমতায় আসে, তাহলে দেশের সব খাল খনন করে জীবিত করা হবে। নদ-নদীগুলোও পুনঃখননের আওতায় আনা হবে।"
তিনি জানান, পরিবেশ ও কৃষির উন্নয়নে খাল-নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। বিএনপি ক্ষমতায় গেলে এটি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবে।
আলোচনায় তিনি দলীয় নেতাকর্মীদের প্রশিক্ষণের গুরুত্বের ওপরও জোর দেন এবং বলেন, "প্রশিক্ষিত, সংগঠিত ও আদর্শভিত্তিক রাজনৈতিক কর্মীই পারে জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে কাজ করতে।"
দিনব্যাপী এ কর্মশালায় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কার্যক্রমে দলের সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কৌশল ও জাতীয় ইস্যুতে দলের অবস্থান তুলে ধরা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.