প্রকাশিত: শনিবার, ৭ জুন ২০২৫ | ২৪ জ্বিলকদ ১৪৪৬ হিজরি
📍 নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহান আদর্শে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানীর জাতীয় ঈদগাহে শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। এতে নামাজ আদায় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ঈদ জামাত শুরুর আগে ঈদগাহ ময়দানে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই মুসল্লিরা দলে দলে জমায়েত হন জাতীয় ঈদগাহে। যথাসময়ে শুরু হয় জামাত এবং মুসল্লিরা শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করেন।
প্রধান উপদেষ্টার পাশাপাশি সরকারের একাধিক মন্ত্রণালয়ের উপদেষ্টাও প্রথম জামাতে অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন—
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি.আর. আবরার
বিদ্যুৎ, জ্বালানি ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান
খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার
নামাজ শেষে তাঁরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং দেশবাসীর জন্য শুভেচ্ছা ও কল্যাণ কামনা করেন।
ঈদের খুতবার পর অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং গাজাসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়। জাতীয় ঈদগাহের প্রধান ইমাম মাওলানা মুহিবুল্লাহ আশরাফ বলেন,
“ত্যাগ ও সংযমের এই দিনে আমাদের প্রার্থনা—দেশ হোক শান্তিময়, জাতি হোক ঐক্যবদ্ধ, বিশ্ব হোক মানবিক।”
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, জাতীয় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ ঈদ জামাতস্থলগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছিল। উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। এছাড়াও ছিল স্বেচ্ছাসেবক দল, মেডিকেল টিম ও অগ্নিনির্বাপণ ইউনিট।
বিশেষ দৃষ্টিকোণ:
অন্তর্বর্তী সরকারের নেতৃবৃন্দের একসঙ্গে ঈদের জামাতে অংশ নেওয়া একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে—রাজনৈতিক ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে একটি ঐক্যবদ্ধ ও জনগণের কাছাকাছি সরকারের প্রতিচ্ছবি।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.