নিজস্ব প্রতিবেদক:
সপ্তাহের শেষ দিকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দেশের বিভিন্ন অঞ্চলে কিছুটা স্বস্তি মিললেও, দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে (৮ জুন) বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টার পর থেকে দেশের ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অফিসের মতে, মৌসুমি বায়ুর প্রভাব এবং স্থানীয়ভাবে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের উত্তর, পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, “বছরের এই সময়ে স্বাভাবিকভাবেই বৃষ্টি হওয়ার প্রবণতা থাকে। তবে চলতি সপ্তাহে বজ্রপাতের ঘটনাও বাড়তে পারে। বিশেষ করে বিকেল থেকে রাতের দিকে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত বেশি হতে পারে।”
তিনি আরও বলেন, “চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টিপাত তুলনামূলকভাবে বেশি হতে পারে। এতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা থাকলেও, তীব্র গরমের পর এই বৃষ্টি কিছুটা স্বস্তি দেবে।”
আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, সারাদেশে আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়ার পরিস্থিতি আরও পরিবর্তন হতে পারে। ফলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলসহ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বৃষ্টিপাতের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের সর্দি-জ্বর, ডায়রিয়া ও ভাইরাল সংক্রমণ থেকে সুরক্ষা দিতে বাড়তি যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.