ধানমন্ডির একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন ৩ জুন থেকে, আজ সন্ধ্যায় মৃত্যু ঘোষণা
📍 বিনোদন ডেস্ক | দৈনিক আশুলিয়া
📅 ১১ জুন ২০২৫, মঙ্গলবার
জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্য অভিনেত্রী তানিন সুবহা আর নেই। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।
জানা গেছে, তানিন সুবহা গত ৩ জুন থেকে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তার শারীরিক অবস্থা দীর্ঘদিন ধরেই সংকটাপন্ন ছিল। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমান এই তরুণ অভিনেত্রী।
তানিন সুবহা মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন। পরে নাটক ও সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। সাহসী চরিত্রে অভিনয়ের জন্য তিনি আলোচনায় ছিলেন বহুবার। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক ও চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘স্বপ্নের ঠিকানা’, ‘ভাঙা সুর’, এবং ‘গোপন অভিমান’।
শোবিজ অঙ্গনে তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
অভিনয়শিল্পী সংঘ, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ অনেক সহকর্মী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
অভিনেতা রিয়াজ বলেন,
“তানিন খুব মেধাবী একজন শিল্পী ছিলেন। অকালপ্রয়াণ আমাদের সবাইকে হতবাক করেছে।”
📌 সম্পর্কিত খবর:
🔹 তানিন সুবহার জীবনের শেষ দিনগুলো
🔹 বাংলাদেশের বিনোদন জগতের অকালপ্রয়াত তারকারা
🔹 শিল্পীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কী ভাবছে সমিতি?
📲 সব খবর সবার আগে পেতে ভিজিট করুন:
🌐 www.dainikashulia.com
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.