দোহা থেকে প্রতিনিধি ||
রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতারের রাজধানী দোহা থেকে সরাসরি ইতালির রোমে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার (২৬ এপ্রিল) দোহা ত্যাগ করবেন অধ্যাপক ইউনূস। পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি রোমে আয়োজিত রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
বর্তমানে তিনি চার দিনের সরকারি সফরে কাতারে অবস্থান করছেন। সফরের বিভিন্ন কর্মসূচি শেষে তিনি রোমের উদ্দেশে রওনা হবেন বলে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।
প্রেস সচিব বলেন, “পোপ ফ্রান্সিস ও অধ্যাপক ইউনূসের মধ্যে দীর্ঘদিনের ব্যক্তিগত ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক ছিল। বন্ধুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তিনি এই অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকছেন।”
এদিকে, পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করছেন বিশ্বনেতারা।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.