📰 দৈনিক আশুলিয়া
📅 প্রকাশিতঃ ১২ জুন ২০২৫ | বৃহস্পতিবার
🖋️ নিজস্ব প্রতিবেদক | আন্তর্জাতিক ডেস্ক
আহমেদাবাদ (ভারত): ভারতের আহমেদাবাদ শহরে আজ ভোরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি উড়োজাহাজে থাকা সকল যাত্রী ও ক্রু সদস্য। এ পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ২০৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে শহরের পুলিশ প্রশাসন।
পুলিশ কমিশনার ‘অ্যাসোসিয়েটেড প্রেস’ (এপি) কে জানান, দুর্ঘটনাস্থল থেকে কোনো যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। এতে নিশ্চিত হওয়া গেছে যে, উড়োজাহাজে থাকা ২৪২ জন আরোহীর সকলেই প্রাণ হারিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় সকাল ৫টা ৩৮ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর ত্যাগ করার কিছুক্ষণ পরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে কাছাকাছি একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ধরে যায় এবং ঘটনাস্থল কেঁপে ওঠে বিস্ফোরণে।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে দুর্ঘটনার কারণ জানানো হয়নি। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ ও তদন্তকারী দল প্রাথমিকভাবে মনে করছে, যান্ত্রিক ত্রুটির সম্ভাবনাই বেশি।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক মহল থেকেও শোক প্রকাশ করা হচ্ছে।
দৈনিক আশুলিয়ার পক্ষ থেকে নিহতদের আত্মার শান্তি কামনা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।
📌 আপডেট জানাতে চোখ রাখুন: www.dainikashulia.com
📞 সংবাদ পাঠাতে ই-মেইল করুন: news@dainikashulia.com
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.