📰 দৈনিক আশুলিয়া
📅 প্রকাশিত: ১২ জুন ২০২৫ | বৃহস্পতিবার
🖋️ নিজস্ব প্রতিবেদক | আন্তর্জাতিক ডেস্ক
আহমেদাবাদ (গুজরাট): ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ প্লেন দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, উড্ডয়নের পর থেকেই এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইটটি অস্বাভাবিকভাবে দুলছিল। কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেডিকেল কলেজের আবাসিক ছাত্রাবাসের ক্যান্টিনের ওপর ভয়াবহভাবে আছড়ে পড়ে।
ভিডিওতে প্রতক্ষদর্শীরা আতঙ্কিতভাবে চিৎকার করতে দেখা যায় এবং শোনা যায় একাধিক বিস্ফোরণের শব্দ। দুর্ঘটনার ফলে আগুন ধরে যায় পুরো স্থাপনাজুড়ে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী।
পুলিশ কমিশনারের বরাতে 'অ্যাসোসিয়েটেড প্রেস' (এপি) জানিয়েছে, দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা ২৪২ জন যাত্রী ও ক্রু সদস্যের কারও প্রাণ রক্ষা হয়নি। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২০৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বিমানটি উড্ডয়নের কিছু পরেই প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয়। পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটি নিরাপদে নামানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
দুর্ঘটনার ফলে ক্যান্টিনে অবস্থানরত বেশ কয়েকজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। তাদের উদ্ধারে চলছে তল্লাশি অভিযান।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য আসেনি। তবে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (DGCA) এবং দুর্ঘটনা তদন্তকারী সংস্থা (AAIB) পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দ্রুত তদন্তের নির্দেশ দেন।
📌 আরও তথ্য জানতে চোখ রাখুন: www.dainikashulia.com
📲 ফেসবুক | ইউটিউব | এক্স (টুইটার): @dainikashulia
📧 সংবাদ পাঠাতে যোগাযোগ করুন: news@dainikashulia.com
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.