দৈনিক আশুলিয়া
তারিখ: ১৩ জুন ২০২৫ | শুক্রবার
ধর্ম ও আন্তর্জাতিক বিভাগ
মক্কায় সবচেয়ে বেশি, সর্বশেষ মারা গেছেন নোয়াখালীর খাতিজা বেগম
নিজস্ব প্রতিবেদক | ধর্ম ও আন্তর্জাতিক ডেস্ক
চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ২৬ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাঁদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ৩ জন নারী। সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১২ জুন), নোয়াখালীর চাটখিল উপজেলার বাসিন্দা ৪১ বছর বয়সী খাতিজা বেগমের।
ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে শুক্রবার (১৩ জুন) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ২৬ জনের মধ্যে মক্কায় মারা গেছেন ১৭ জন, মদিনায় ৮ জন এবং আরাফায় ১ জন। হজ ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ মৃত্যুই বার্ধক্যজনিত রোগ, হিট স্ট্রোক ও শারীরিক দুর্বলতার কারণে হয়েছে।
প্রথম হজযাত্রীর মৃত্যু ঘটে ২৯ এপ্রিল। তিনি ছিলেন রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০)। এরপর একে একে আরও মৃত্যু ঘটেছে বিভিন্ন জেলার হজযাত্রীদের মধ্যে।
২ মে: কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান (৫৭)
৫ মে: পঞ্চগড়ের আল হামিদা বানু (৫৮)
৭ মে: ঢাকার মো. শাহজাহান কবির (৬০)
৯ মে: জামালপুরের হাফেজ উদ্দিন (৭৩)
১০ মে: নীলফামারীর বয়েজ উদ্দিন (৭২)
১৪ মে: চট্টগ্রামের মো. অহিদুর রহমান (৭২)
১৭ মে: গাজীপুরের মো. জয়নাল হোসেন (৬১)
১৯ মে: চাঁদপুরের আ. হান্নান মোল্লা (৬৩)
২৪ মে: রংপুরের মো. সাহেব উদ্দিন
২৫ মে: চাঁদপুরের বশির হোসাইন (৭৪)
২৭ মে: ফরিদগঞ্জের শাহাদাত হোসেন
২৯ মে: জয়পুরহাটের মো. মোস্তাফিজুর রহমান (৫৩), মাদারীপুরের মোজলেম হাওলাদার (৬৩), গাজীপুরের আবুল কালাম আজাদ (৬২)
৩১ মে: নওগাঁর মো. আবুল হোসেন (৭৩)
১ জুন: গাজীপুরের মো. মফিজ উদ্দিন দেওয়ান (৬০), নীলফামারীর মো. জাহিদুল ইসলাম (৫৯)
৫ জুন: ঢাকার মনোয়ারা বেগম মুনিয়া
৬ জুন: খুলনার শেখ মো. ইমারুল ইসলাম
৭ জুন: নোয়াখালীর মো. মুজিব উল্যা
৯ জুন: গাইবান্ধার এ টি এম খায়রুল বাসার
১০ জুন: সিরাজগঞ্জের গোলাম মোস্তফা (৫৮)
১২ জুন: লালমনিরহাটের আমির হামজা (৬০), ময়মনসিংহের মো. মনিরুজ্জামান (৬৬), এবং খাতিজা বেগম (৪১)
হজযাত্রীদের মৃত্যুর পর তাঁদের দাফন সৌদি আরবেই সম্পন্ন হচ্ছে। বাংলাদেশ হজ মিশনের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের দাফন ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। হজ মিশনের কর্মকর্তারা জানান, প্রতিটি মৃত্যু সম্পর্কে বিস্তারিতভাবে যাচাই করে তাদের আত্মীয়স্বজনদের অবহিত করা হচ্ছে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ পালনকারীদের চিকিৎসাসেবা নিশ্চিতে সৌদি আরবে কয়েকটি মেডিকেল টিম সার্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছে। এছাড়া হজযাত্রীদের নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা, হিট স্ট্রোক প্রতিরোধে নির্দেশনা এবং বিশ্রামের ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিবছরই হজের মৌসুমে বাংলাদেশসহ বিভিন্ন দেশের বহু হজযাত্রীর মৃত্যু হয়। এ কারণে হজে অংশগ্রহণের পূর্বে শারীরিকভাবে উপযুক্ত হবার পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতাও জরুরি।
ধর্ম মন্ত্রণালয় ও হজ অফিস কর্তৃপক্ষ হজযাত্রীদের আহ্বান জানিয়েছে, শারীরিক সমস্যা বা উচ্চতাপমাত্রার সময়ে অপ্রয়োজনীয় চলাফেরা থেকে বিরত থাকতে এবং যথাসময়ে চিকিৎসাসেবা গ্রহণ করতে।
📍 দৈনিক আশুলিয়া | সত্যের সন্ধানে নির্ভীক কণ্ঠ
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.