নিজস্ব প্রতিবেদক ||
সংগঠনের নামে সরকার কর্তৃক বরাদ্দপ্রাপ্ত ভবনের একাংশ জোরপূর্বক দখল ও অবৈধভাবে ভাড়া দেওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে সংগঠনের পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ সহযোগী আফরোজা হক এবং তার বহিরাগত সহচর নিজামী গং বিপিজেএ–এর নামে বরাদ্দপ্রাপ্ত ভবনের একটি গুরুত্বপূর্ণ অংশ দখলে রেখে অবৈধভাবে বিভিন্ন পক্ষকে ভাড়া দিয়ে চলেছেন।”
তারা আরও অভিযোগ করেন, গত ২০ এপ্রিল রাতের আঁধারে অভিযুক্তরা ভবনের দ্বিতীয় তলার দেয়াল হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে ভবনের অবকাঠামোগত ক্ষতি সাধন করেছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, এই ঘটনা নিয়ে একাধিকবার আলোচনায় বসা হলেও কোনো কার্যকর সমাধান মেলেনি। বরং এ ধরনের ঘটনা সংগঠনের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ ও আইনি ব্যবস্থার দাবি জানান। তারা বলেন, “এ ধরনের বেআইনি কার্যক্রম সংগঠনের ভাবমূর্তি নষ্ট করছে এবং সাংবাদিকদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ করছে। আমরা এই অন্যায়ের প্রতিকার চাই।”
এ সময় বিপিজেএর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.