নিজেদের নিরাপত্তা ও আকাশসীমা রক্ষায় সক্রিয় ভূমিকা দেশটির প্রতিরক্ষা বাহিনীর
আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক আশুলিয়া
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে নিজেদের আকাশসীমায় প্রবেশ করা ইসরায়েল অভিমুখী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে জর্ডান।
জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রা জানিয়েছে, আজ শুক্রবার, ১৩ জুন সকালে এই প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।
জর্ডানের রয়েল এয়ার ফোর্সের যুদ্ধবিমান এবং বিমান প্রতিরক্ষা ইউনিট সফলভাবে আকাশে শনাক্ত করা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন গুলি করে নামিয়ে দেয়।
পেত্রা জানায়,
“জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্য করে গুলি চালিয়ে সেগুলো ধ্বংস করেছে দেশটির বিমান বাহিনী।”
জেনারেল কমান্ড: সর্বোচ্চ সতর্ক অবস্থানে জর্ডান
জর্ডানের সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ডের একজন সামরিক সূত্র পেত্রাকে জানায়,
“রয়েল জর্ডানিয়ান এয়ার ফোর্স ও বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো এখন উচ্চ স্তরের প্রস্তুতিতে রয়েছে। দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার।”
সেই সূত্র আরও যোগ করে,
“কোনো বিদেশি পক্ষকে জর্ডানের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে সংঘাত তৈরি করতে দেওয়া হবে না।”
বর্ধিত আঞ্চলিক উত্তেজনা
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং হিজবুল্লাহসহ বিভিন্ন গোষ্ঠীর গতিবিধির ফলে আশপাশের দেশগুলো, বিশেষ করে জর্ডান, ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে রয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের ওপর বিভিন্ন দিক থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা হয়েছে, যার কিছু অংশ জর্ডানের আকাশসীমা অতিক্রম করেছে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন জর্ডানের এই পদক্ষেপকে “আত্মরক্ষার বৈধ অধিকার” বলে স্বীকৃতি দিয়েছে।
তারা আঞ্চলিক শান্তি রক্ষায় অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানায়।
📌 আরও আন্তর্জাতিক খবর পেতে ভিজিট করুন: [www.dainikashulia.com]
📲 ফেসবুক ও টুইটারে আমাদের অনুসরণ করুন: @dainikashulia
📧 যোগাযোগ: news@dainikashulia.com
© দৈনিক আশুলিয়া ২০২৫ — সত্যের অনুসন্ধানে, মানুষের পাশে।