দৈনিক আশুলিয়া
শনিবার, ১৪ জুন ২০২৫ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ | www.dainikashulia.com
আন্তর্জাতিক ডেস্ক
ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা নতুন মোড় নিয়েছে। সর্বশেষ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইরান কঠোর ভাষায় যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করে। তারা অভিযোগ করেছে, ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র সরাসরি সহায়তা দিচ্ছে এবং ইরানের ভূখণ্ডে চালানো হামলার জন্য ওয়াশিংটনকে সম্পূর্ণ দায় নিতে হবে।
শুক্রবার ভোরে ইসরায়েল একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায়। হামলার প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের আকাশসীমায় কয়েকটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে, যেগুলোর লক্ষ্য ছিল ইসরায়েলের কিছু সামরিক ঘাঁটি।
জাতিসংঘে উত্তপ্ত আলোচনা
জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি গাজি হামিদি এক বিবৃতিতে বলেন, “ইসরায়েলের এই আগ্রাসন শুধু তেহরানের বিরুদ্ধে নয়, এটি গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টির একটি চক্রান্ত। আর এই চক্রান্তের অন্যতম পরিকল্পনাকারী হলো যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন যেভাবে ইসরায়েলের পক্ষ নিয়েছে, তাতে তারা যুদ্ধাপরাধে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রকে এই সহিংসতার দায় নিতে হবে। তাদের অস্ত্র, গোয়েন্দা সহযোগিতা ও কূটনৈতিক সহায়তা ছাড়া ইসরায়েলের এমন অভিযান সম্ভব হতো না।”
যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া
ইরানের এ অভিযোগকে “ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত” বলে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে মার্কিন প্রতিনিধি লিন্ডা টমাস-গ্রিনফিল্ড বলেন, “আমরা শান্তির পক্ষে, যুদ্ধের নয়। ইরান নিজেই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করে আসছে বহু বছর ধরে। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে।”
ইসরায়েলের অবস্থান
ইসরায়েল জাতিসংঘে দাবি করেছে, তারা ‘জাতীয় স্বার্থে ও আত্মরক্ষার্থে’ এই অভিযান চালাতে বাধ্য হয়েছে। ইসরায়েলের প্রতিনিধি বলেন, “ইরানের সামরিক তৎপরতা ও পরমাণু কর্মসূচি আমাদের অস্তিত্বের জন্য হুমকি। আমরা নিজেদের জনগণকে রক্ষা করব—যে মূল্যেই হোক।”
বিশ্বজুড়ে উদ্বেগ
এই নতুন উত্তেজনায় মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয়পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন এবং বলপূর্বক পদক্ষেপ থেকে বিরত থাকতে বলেন।
বিশ্লেষকরা বলছেন, চলমান সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে গোটা বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থার ওপর তার মারাত্মক প্রভাব পড়তে পারে।
প্রতিবেদন: ফারজানা হক, আন্তর্জাতিক প্রতিবেদক
ছবি: রয়টার্স, আল জাজিরা, এপি
📍 আরও পড়ুন: “মধ্যপ্রাচ্যের ছায়াযুদ্ধ কি পূর্ণ যুদ্ধের দিকে এগোচ্ছে?”
📧 আপনার মতামত, তথ্য বা বিশ্লেষণ পাঠান: news@dainikashulia.com
দৈনিক আশুলিয়া — আন্তর্জাতিক অঙ্গনে সত্য ও সততার দীপ্তি।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.