শরীয়তপুর প্রতিনিধি ||
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার জয়ন্তী নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর বুধবার রাত ৮টার দিকে কুচাইপট্টি ইউনিয়নের পাচকাঠি গ্রামের খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—পাঁচকাঠি গ্রামের মো. আলমগীরের ছেলে মো. ইব্রাহিম (৭) এবং একই এলাকার সবুজ বেপারীর মেয়ে খুকু মনি (৬)। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম জানান, বুধবার বিকেল থেকে শিশু দুটি নিখোঁজ ছিল। সন্ধ্যার পর স্থানীয়দের সহযোগিতায় নদীতে তল্লাশি চালিয়ে খেয়াঘাটের কাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, “পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে দুই শিশুর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, ইব্রাহিম ও খুকু মনি প্রায় সময় একসঙ্গে খেলাধুলা করত। বুধবার বিকেলেও তারা বাড়ির পাশে খেলছিল। এরপর থেকেই তারা নিখোঁজ ছিল।
স্থানীয়রা নদী তীরবর্তী এলাকায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ দাবি করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.