দৈনিক আশুলিয়া
🗓️ সোমবার, ১৬ জুন ২০২৫ | ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
🏏 স্পোর্টস ডেস্ক
বৃষ্টিতে ভেসে যাওয়া প্রথম দুই ম্যাচের পর অবশেষে রবিবার (১৫ জুন) মাঠে গড়ায় আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচ। ব্যাটিং-বোলিংয়ের দাপটে ৬২ রানের বিশাল জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালান ক্যারিবীয় ব্যাটাররা। মাত্র ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেন ২৫৬ রান—যা তাদের ইতিহাসের অন্যতম সর্বোচ্চ টি-টোয়েন্টি সংগ্রহ।
দলের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অভিজ্ঞ ওপেনার ইভিন লুইস। ৪১ বল মোকাবিলায় ৭টি চার ও ৮টি বিশাল ছক্কায় সাজানো ছিল তার ৯১ রানের ঝড়ো ইনিংস। তাকে সঙ্গ দেন শাই হোপ ও নিকোলাস পুরান, দুজনেই খেলেন ছোট কিন্তু কার্যকর ইনিংস।
উচ্চ রান তাড়ায় নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় আয়ারল্যান্ড। ক্যারিবীয় পেস আক্রমণের সামনে নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৪ রান তুলতে সক্ষম হয় আইরিশরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন হ্যারি টেক্টর।
বল হাতে দারুণ নৈপুণ্য দেখান ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। ম্যাচসেরা নির্বাচিত হন ইভিন লুইস।
এই জয়ের ফলে সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
📣 স্পোর্টস সম্পাদকীয়:
ক্যারিবীয়দের আগ্রাসী ক্রিকেট দর্শকদের কাছে সবসময়ই উপভোগ্য। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে এমন জয় বিশ্বকাপে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস জোগাবে নিঃসন্দেহে।
📞 আরও ক্রীড়াসংবাদ পাঠাতে যোগাযোগ করুন: ০১৭১৪৭৯৪০৪১৭
© দৈনিক আশুলিয়া | খেলার মাঠে সত্যের কণ্ঠস্বর
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.