দৈনিক আশুলিয়া
🗓️ সোমবার, ১৬ জুন ২০২৫ | ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
☁️ আবহাওয়া ডেস্ক
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১৬ জুন) সকাল থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে কিছু সময়ের জন্য বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদদের তথ্যমতে, দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। একই সঙ্গে পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিকে দেশের সার্বিক আবহাওয়ার বিষয়ে আগামী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
বলা হয়েছে, সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অনিশ্চিত থাকায় প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে।
📢 দৈনিক আশুলিয়ার আবহাওয়া আপডেট পেতে চোখ রাখুন আমাদের অনলাইন পোর্টালে।
📞 আপনার এলাকার আবহাওয়ার খবর জানাতে কল করুন: ০১৭১৪৩৪০৪১৭
© দৈনিক আশুলিয়া | তথ্যের আকাশে নির্ভরতার বাতাস
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.