দৈনিক আশুলিয়া
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ | ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
আন্তর্জাতিক ডেস্ক:
ইরান শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে আগ্রহী, তবে জাতীয় নিরাপত্তা ও জনগণের জীবন রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না— এমনই কঠোর অবস্থান জানিয়ে দিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এক টেলিফোনালাপে তিনি এই মন্তব্য করেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় বলেন, “ইরান এই যুদ্ধ শুরু করেনি। তবে প্রতিটি আক্রমণের জবাব সমান মাত্রায় দেওয়া হবে। আমরা যুদ্ধের পরিধি বাড়াতে চাই না, কিন্তু আমাদের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব আমরা দেবো।”
তিনি আরও বলেন, ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানে বেসামরিক নাগরিক, বিজ্ঞানী এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল, যা বরদাশত করা হবে না।
পারমাণবিক আলোচনা নিয়েও সতর্ক অবস্থান
ফোনালাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনার প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “এই আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হওয়ার ওপর। ইসরায়েল যদি এ অঞ্চলের শান্তি বিঘ্নিত করে, তাহলে যেকোনো কূটনৈতিক উদ্যোগ প্রশ্নবিদ্ধ হবে।”
বিশ্লেষকরা বলছেন, পেজেশকিয়ানের এই বক্তব্য কূটনৈতিকভাবে একপ্রকার সতর্কবার্তা, যা ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কানে পৌঁছাবে বলেই ধারণা করা হচ্ছে।
তুরস্ক-ইরান ঐক্যের বার্তা
এরদোয়ান-পেজেশকিয়ান ফোনালাপকে আন্তর্জাতিক মহল গুরুত্বের সঙ্গে দেখছে। দুই নেতাই মুসলিম বিশ্বে স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দেন এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির আহ্বান জানান।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, “এই অঞ্চল আগুনে পুড়ছে। এখন প্রয়োজন সংহতি, সংযম ও সঠিক নেতৃত্ব। ইরানের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
📌 বিশ্লেষণ:
বিশেষজ্ঞরা মনে করছেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শান্তিপূর্ণ বক্তব্যের মধ্যেও রয়েছে কঠিন বার্তা। ইরান হয়তো সরাসরি যুদ্ধ চাইছে না, কিন্তু তার প্রতিরক্ষা নীতিতে কোনো নমনীয়তা নেই।
📍আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক আশুলিয়া
📧 যোগাযোগ: world@dainikashulia.com
🌐 আরও খবর পড়ুন: www.dainikashulia.com
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.