দৈনিক আশুলিয়া
🗓 রবিবার, ২২ জুন ২০২৫ | ৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
📍 ঢাকা, বাংলাদেশ
✍ আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক আশুলিয়া
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর সহিংস অভিযান ফের বেড়েছে।
ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় শহর জেনিনের কাছে নাজলাত শেখ জেইদ গ্রামে গত ছয় দিন ধরে টানা অভিযান চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। ফলে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই এলাকার সাধারণ মানুষ।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এবং আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সেনাবাহিনী এই অভিযানে স্থানীয় বাড়িঘর দখল করে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। একইসঙ্গে চলছে জিজ্ঞাসাবাদ, তল্লাশি ও কঠোর নিয়ন্ত্রণ।
স্থানীয় সূত্র জানায়,
ইসরায়েলি বাহিনী গ্রামের তিনটি আবাসিক বাড়ি জোরপূর্বক দখল করে সেখানে সামরিক চৌকি বসিয়েছে।
বাড়ির বাসিন্দাদের ঘর থেকে বের করে উচ্ছেদ করা হয়।
এই ঘাঁটি থেকে এলাকাজুড়ে সেনা তৎপরতা পরিচালনা করছে তারা।
এলাকাবাসীর অভিযোগ,
তল্লাশির নামে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন তারা।
গাড়ি, দোকান, এমনকি বাড়ির রান্নাঘরও রেহাই পাচ্ছে না সেনাদের সন্দেহের চোখ থেকে।
অনেককে ঘর থেকে বের করে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।
এই অভিযানের ফলে গ্রামজুড়ে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
🏥 স্বাস্থ্যকেন্দ্র বন্ধ
🛒 দোকানপাট ও বাজার কার্যক্রম বন্ধ
🧕 নারী-শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে
🚫 অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে পুরো গ্রাম
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে,
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর এমন তৎপরতা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
তারা অবিলম্বে এই অভিযান বন্ধ করে দখলদারিত্বের অবসান দাবি করেছে।
গত কয়েক মাস ধরেই পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি বাহিনীর অভিযান বেড়ে চলেছে।
২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে নিহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি।
বাড়ছে গ্রেফতার, নিখোঁজ এবং অবরুদ্ধ জীবনের ঘটনা।
📸 ছবি ও চিত্র প্রতিবেদন:
নাজলাত শেখ জেইদ গ্রামের বর্তমান অবস্থা, সেনা টহল, উচ্ছেদ হওয়া পরিবার ও ধ্বংস হওয়া বাড়ির ছবি আজকের আন্তর্জাতিক পাতায়।
📬 দৈনিক আশুলিয়া – সত্যের পাশে, মানুষের কণ্ঠে
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.