আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গভীর রাতে কিয়েভে এই হামলা চালানো হয়। নিহত ও আহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জুলাইয়ের পর এটিই রাজধানী কিয়েভে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা।
ট্রাম্প বলেন, “এই হামলা খুবই দুঃখজনক। আমি এতে একেবারেই সন্তুষ্ট নই।” তবে তিনি রাশিয়ার বিরুদ্ধে নতুন কোনো পদক্ষেপের বিষয়ে মুখ খোলেননি।
বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের হামলা শুধু ইউক্রেন নয়, গোটা ইউরোপজুড়ে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.