দৈনিক আশুলিয়া
সোমবার, ২৩ জুন ২০২৫ | ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
📍 খেলা প্রতিবেদক | সম্পাদনা: স্পোর্টস ডেস্ক
📞 যোগাযোগ: ০১৭১৪৩৪০৪১৭ | 🌐 www.dainikashulia.com
সৌম্য সরকার বাদ, দলে প্রত্যাবর্তন মোহাম্মদ নাঈমের
আসন্ন শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে তিন ম্যাচের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২৩ জুন) বিকেলে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি করেছে দুই ব্যাটসম্যানকে ঘিরে—দলে মোহাম্মদ নাঈম শেখের প্রত্যাবর্তন এবং সৌম্য সরকারের বাদ পড়া।
গত কয়েক মাস জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ নাঈম শেখ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ফের জায়গা করে নিয়েছেন মূল দলে। নির্বাচকরা মনে করছেন, নাঈম তার আগ্রাসী ব্যাটিং এবং ফিটনেসের উন্নতি দিয়ে নিজেকে প্রমাণ করেছেন।
একাধিক সিরিজে ব্যর্থতার ধারাবাহিকতায় বাদ পড়েছেন সৌম্য সরকার। নির্বাচক লিপু বলেন,
“সৌম্য খুবই প্রতিভাবান খেলোয়াড়। তবে সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স আমাদের প্রত্যাশা পূরণ করেনি। ভবিষ্যতে ঘরোয়া ক্রিকেটে ভালো করলে আবার সুযোগ পাবেন।”
১. তামিম ইকবাল
২. লিটন দাস
৩. নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)
৪. সাকিব আল হাসান
৫. মুশফিকুর রহিম
৬. আফিফ হোসেন
৭. মেহেদী হাসান মিরাজ
৮. তাসকিন আহমেদ
৯. মোস্তাফিজুর রহমান
১০. শরীফুল ইসলাম
১১. নাঈম শেখ
১২. নাসুম আহমেদ
১৩. রিশাদ হোসেন
১৪. মাহমুদউল্লাহ রিয়াদ
১৫. হাসান মাহমুদ
সিরিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যথাক্রমে ২৭, ২৯ জুন ও ১ জুলাই। সবগুলো ম্যাচই ডে-নাইট ফরম্যাটে অনুষ্ঠিত হবে।
📌 প্রতিবেদন: নিজস্ব ক্রীড়া প্রতিবেদক
📧 ইমেইল: sports@dainikashulia.com
📱 হটলাইন: ০১৭১৪৩৪০৪১৭
🔍 আরও পড়ুন:
চোট কাটিয়ে ফিরছেন তাসকিন
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে সিরিজটি
বিসিবি ভবিষ্যতের পরিকল্পনায় তরুণদের প্রাধান্য দিচ্ছে
© দৈনিক আশুলিয়া ২০২৫
খেলাধুলার সৎ ও গভীর বিশ্লেষণে নির্ভরযোগ্য সংবাদপত্র 🏏
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.