📰 দৈনিক আশুলিয়া
সত্য প্রকাশে আপসহীন
📅 তারিখ: ১ জুলাই ২০২৫ | সোমবার
📍 নরসিংদী
অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল প্রবাস ফেরত আমিনুল ইসলাম ও তার স্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | দৈনিক আশুলিয়া
নরসিংদীতে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) বিকেলে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের প্রবাস ফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) ও তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, আমিনুল ইসলাম ও তার স্ত্রী নরসিংদীর সাহেপ্রতাব এলাকার একটি কলেজে পড়ুয়া ছেলের খোঁজ নিতে এসেছিলেন। ছেলের সঙ্গে দেখা শেষে বিকেলে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় তারা চিনিশপুর ইউনিয়নের দগরিয়া অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন।
ঠিক তখনই ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন এসে তাদের বহনকারী মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দম্পতি ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, আমিনুল ইসলাম কিছু মাস আগে প্রবাস থেকে দেশে ফেরেন এবং এই মোটরসাইকেলটি কিনেছিলেন। নিহতদের মরদেহ শনাক্ত করেন তাদের ছেলে ও অন্যান্য স্বজনরা। দম্পতির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আওলাদ হোসেন সাংবাদিকদের জানান:
“উপকূল এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগার পর দম্পতি রেললাইনে ছিটকে পড়েন। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এ দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—দেশের অরক্ষিত রেলক্রসিংগুলো কতটা ঝুঁকিপূর্ণ। এসব স্থানে গেটম্যান, সিগনাল বা রক্ষীবিহীনভাবে যান চলাচল চলছে দীর্ঘদিন ধরে, যা প্রতিনিয়ত প্রাণহানির কারণ হয়ে উঠছে।
নরসিংদীতে ট্রেন দুর্ঘটনা
, মোটরসাইকেল ট্রেনে কাটা
, অরক্ষিত রেলক্রসিং
, উপকূল এক্সপ্রেস দুর্ঘটনা
, স্বামী-স্ত্রীর মৃত্যু
, নরসিংদী ট্রেন নিউজ
, রেল দুর্ঘটনা বাংলাদেশ
, রেললাইনে দুর্ঘটনা
, জজ মিয়া ও আকলিমা
, প্রবাস ফেরত দুর্ঘটনা
, নরসিংদী স্থানীয় সংবাদ
📍 উপসংহার
অরক্ষিত রেলক্রসিংয়ে বারবার প্রাণহানির ঘটনা প্রমাণ করে—এটি কেবল অবহেলা নয়, এটি রাষ্ট্রীয় ব্যর্থতা। প্রয়োজন দ্রুত পদক্ষেপ, অটোমেটেড সিগন্যাল ব্যবস্থা, এবং জনসচেতনতা। নয়তো এমন মৃত্যুর মিছিল থামবে না।
📞 বিস্তারিত জানতে ও মতামত জানাতে যোগাযোগ করুন:
👉 দৈনিক আশুলিয়া | সংবাদ ডেস্ক
📱 ০১৭১৪-৩৪০৪১৭
🌐 www.dainikashulia.com
📧 info@dainikashulia.com
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.