টাঙ্গাইল প্রতিনিধি:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সাইফুল আলম (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল আলম টাঙ্গাইল শহরের সাকরাইল এলাকার বাসিন্দা এবং মৃত সাব্বির আহমেদের ছেলে।
পুলিশ ও স্বজনদের বরাতে জানা গেছে, রাত সাড়ে তিনটার দিকে সাইফুল আলম এক জেলেকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে মির্জাপুরের একটি হ্যাচারিতে মাছের রেণু কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে ডুবাইল এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী মোটরসাইকেলযোগে তাদের গতিরোধ করে।
ছিনতাইকারীরা পিস্তল ও দেশীয় অস্ত্রের মুখে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সাইফুল আলম বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ছিনতাইকারীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাছ ব্যবসায়ী সাইফুলের অকাল মৃত্যুতে সহকর্মী ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.