📌 দৈনিক আশুলিয়া
🗓️ প্রকাশিত: বুধবার, ২ জুলাই ২০২৫
📂 জাতীয় / সীমান্ত / নিরাপত্তা
বিজিবির অভিযানে গবাদিপশু ও প্রসাধনীসহ আটক বিপুল পরিমাণ মালামাল
👉 নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট সীমান্তে ফের সফল অভিযান চালিয়ে প্রায় ৮০ লাখ টাকার চোরাই ভারতীয় পণ্য ও গবাদিপশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত টানা অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন প্রতাপপুর, সংগ্রাম, শ্রীপুর, বিছনাকান্দি এবং সোনালীচেলা বিওপি’র (বর্ডার আউট পোস্ট) টহল দল এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে চাওয়া চোরাকারবারিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়।
বিজিবি জানায়, অভিযানে নিম্নলিখিত ভারতীয় পণ্য জব্দ করা হয়:
🇮🇳 শাড়ি
💄 প্রসাধনী (বিশেষ করে হোয়াইটেনিং ক্রিম ও পারফিউম)
🍫 চকলেট
🐄 গবাদিপশু (গরু)
🧈 বাটার
🌿 মেহেদি
🍅 টমেটো
🍬 চিনি
সর্বমোট জব্দকৃত পণ্যের বাজারমূল্য ৮০ লাখ ৮৫ হাজার ৫৭০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এছাড়া সীমান্তসংলগ্ন নদীপথে অবৈধভাবে পাথর উত্তোলনকারী একাধিক নৌকাও জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, কিছু স্থানীয় প্রভাবশালী ও সীমান্ত পাড়ের দালালচক্র এ কাজে জড়িত।
বিজিবি সূত্রে আরও জানা যায়, এসব চোরাইপণ্য চাঁদাবাজ সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হতো।
৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম জানিয়েছেন, “দেশের অর্থনীতি ও জনগণের নিরাপত্তার স্বার্থে সীমান্তে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও পরিবেশবিনাশী কর্মকাণ্ড বন্ধে বিজিবি সর্বদা তৎপর।”
স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত এলাকায় কিছু চোরাকারবারির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হচ্ছিল। বিজিবির এই অভিযান তাদের জন্য স্বস্তির খবর।
একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “এইসব চোরাই পণ্যের কারণে আমাদের বৈধ ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আমরা বিজিবির এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানাই।”
সিলেট সীমান্ত অভিযান
, বিজিবি অভিযান
, চোরাই পণ্য
, ভারতীয় গরু
, শাড়ি চোরাচালান
, বর্ডার গার্ড বাংলাদেশ
, ৪৮ বিজিবি
, সোনালীচেলা বিওপি
, সীমান্ত নিরাপত্তা
, চোরাকারবারি
, সিলেট সীমান্ত
, পাথর উত্তোলন
, দৈনিক আশুলিয়া
জব্দকৃত পণ্যের ছবি
বিজিবির অভিযানকালীন ছবি
গবাদিপশু বা নৌকা জব্দের দৃশ্য
সীমান্ত এলাকার ভিন্ন ভিন্ন পয়েন্টের ছবি
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.