পিরোজপুর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর পৌর শহরে গণসংযোগকালে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, “গত ৫৩ বছর ধরে দেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের শাসন দেখেছে। এখন মানুষ পরিবর্তন চায়, তারা চায় জামায়াতে ইসলামীর খেদমত দেখতে।”
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত পিরোজপুর পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডজুড়ে দিনব্যাপী এই গণসংযোগ কর্মসূচি পালিত হয়।
গণসংযোগকালে মাসুদ সাঈদী বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে চায়। আমরা সেই লক্ষ্যে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, দাওয়াত পৌঁছে দিচ্ছি। মানুষ সেই দাওয়াত গ্রহণ করছে, অভাবনীয় সাড়া দিচ্ছে।”
তিনি আরও বলেন, “জামায়াত একটি আদর্শিক দল। আমরা ক্ষমতার লোভে রাজনীতি করি না, বরং মানুষের কল্যাণ ও ন্যায়ের প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ, ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
আয়োজক সূত্রে জানা গেছে, এই কর্মসূচিতে অংশ নিয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জামায়াতের সদস্যপদ গ্রহণ করেন। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি প্রাথমিক সদস্য ফরম পূরণ করে জামায়াতে যোগ দেন, যা স্থানীয় রাজনীতিতে আলোচনা সৃষ্টি করেছে।
পিরোজপুর পৌর জামায়াতের আমির বলেন, “জনগণের মধ্যে দিন দিন জামায়াতের প্রতি আগ্রহ বাড়ছে। আমরা আশাবাদী, মানুষই একদিন সঠিক নেতৃত্ব বেছে নেবে।”
গণসংযোগ শেষে মাসুদ সাঈদী স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন।
এই কর্মসূচির মধ্য দিয়ে জামায়াতের নেতারা জানান, তারা দেশব্যাপী শান্তিপূর্ণ গণসংযোগ, দাওয়াতি কার্যক্রম ও সদস্য সংগ্রহ অব্যাহত রাখবেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.