📰 দৈনিক আশুলিয়া
📅 প্রকাশিত: ৩ জুলাই ২০২৫, বুধবার
📍 ঢাকা, বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক, দৈনিক আশুলিয়া:
জুলাই মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ বুধবার (৩ জুলাই) কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১,৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
সিলিন্ডারের ওজন | নির্ধারিত মূল্য (টাকা) |
---|---|
৫.৫ কেজি | ৬২৫ টাকা |
১২ কেজি | ১,৩৬৪ টাকা |
১২.৫ কেজি | ১,৪২১ টাকা |
১৫ কেজি | ১,৭০৫ টাকা |
১৬ কেজি | ১,৮১৮ টাকা |
১৮ কেজি | ২,০৪৬ টাকা |
২০ কেজি | ২,২৭৩ টাকা |
২২ কেজি | ২,৫০০ টাকা |
৩০ কেজি | ৩,৪০৯ টাকা |
৩৩ কেজি | ৩,৭৫০ টাকা |
৩৫ কেজি | ৩,৯৭৭ টাকা |
৪৫ কেজি | ৫,১১৪ টাকা |
একইসঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। জুলাই মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি।
এর আগে গত ২ জুন এলপিজি ও অটোগ্যাসের দাম কমানো হয়েছিল। সে সময় ১২ কেজির সিলিন্ডারে ৩৯ টাকা কমিয়ে ১,৩৬৪ টাকা এবং প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন,
“আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে জুলাই মাসে এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম সমন্বয় করা হয়েছে। বিইআরসি প্রতি মাসেই গ্যাসের আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে এই দাম নির্ধারণ করে থাকে।”
তিনি আরও জানান, এই দাম শুধু বেসরকারিভাবে আমদানিকৃত ও বাজারজাতকৃত এলপিজির ক্ষেত্রে প্রযোজ্য, সরকারি মূল্যের গ্যাসের ওপর এর কোনো প্রভাব নেই।
সাধারণ জনগণ নতুন এ দাম কমাকে স্বস্তিদায়ক বললেও তারা চায় দাম যেন বারবার ওঠানামা না করে বরং স্থিতিশীল ও পূর্বাভাসভিত্তিক হয়।
এলপিজি দাম ২০২৫, জুলাই মাসে এলপিজির নতুন দাম, ১২ কেজি সিলিন্ডার দাম, অটোগ্যাস দাম কমলো, বিইআরসি গ্যাস দাম ঘোষণা, বাংলাদেশ এলপিজি বাজার মূল্য, এনার্জি রেগুলেটরি কমিশন ঘোষণা
📢 “দৈনিক আশুলিয়া”—ভোক্তার দৃষ্টিতে বাস্তব সংবাদ।
🛢️ গ্যাস সংক্রান্ত খবর জানতে আমাদের সঙ্গে থাকুন।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.