দৈনিক আশুলিয়া
📅 শুক্রবার, ৪ জুলাই ২০২৫
📍 আবহাওয়া ডেস্ক | নিজস্ব প্রতিবেদক
অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত
দেশের উপকূলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাতটি অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার (৪ জুলাই) দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার—এই সাত অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সতর্কতা কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—
“খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।”
এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে নদীপথে চলাচলরত ছোট ও মাঝারি আকারের নৌযানকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
নৌযাত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছে—
“দমকা হাওয়া ও বজ্রপাতের সময় নদীপথ এড়িয়ে চলুন। নিরাপদ নৌবন্দরে অবস্থান করুন এবং আবহাওয়ার খবরে সচেতন থাকুন।”
✅ জরুরি প্রয়োজনে নদীপথ ব্যবহার করলে লাইফ জ্যাকেট সঙ্গে রাখুন
✅ বজ্রপাতের সময় খোলা জলাশয়ে অবস্থান করা থেকে বিরত থাকুন
✅ নৌযানের চালক ও যাত্রীদের রেডিও বা মোবাইলে সর্বশেষ আবহাওয়ার আপডেট রাখার পরামর্শ
✅ নিকটস্থ নৌবন্দরের নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন
📍 প্রভাবিত অঞ্চল:
🔹 খুলনা
🔹 বরিশাল
🔹 পটুয়াখালী
🔹 নোয়াখালী
🔹 কুমিল্লা
🔹 চট্টগ্রাম
🔹 কক্সবাজার
📢 সতর্ক বার্তা:
"প্রাকৃতিক দুর্যোগে সতর্ক থাকুন, নিরাপদ থাকুন" — আবহাওয়া অধিদপ্তর
📝 প্রতিবেদন: দৈনিক আশুলিয়া আবহাওয়া ডেস্ক
📞 যোগাযোগ: weather@dainikashulia.com | ০১৭১৪৩৪০৪১৭
📸 ছবি: আবহাওয়া অধিদপ্তর / ফাইল ছবি
"মেঘে মেঘে বৃষ্টি হবে, প্রস্তুত থাকলে বিপদ হবে না।" – দৈনিক আশুলিয়া
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.