দৈনিক আশুলিয়া
📅 শুক্রবার, ৪ জুলাই ২০২৫
📍 বাজার অর্থনীতি | নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চিচিঙ্গা ৬০, টমেটো ১৬০, কাঁচা মরিচে আগুন—কষ্টে মধ্যবিত্ত
ঢাকা: রাজধানীর বাজারে গত দুই সপ্তাহ ধরে লাগামহীনভাবে বাড়ছে সবজির দাম।
দিন যত যাচ্ছে, চুলার আগুনের চেয়ে বেশি জ্বলছে বাজারের দামে। সবজির বাজারে গিয়ে সাধারণ মানুষ এখন পড়েছে হিমশিমে।
বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, শান্তিনগর, যাত্রাবাড়ী ও নিউমার্কেটসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সবজির নাম | বর্তমান দাম (প্রতি কেজি) |
---|---|
কাঁচা মরিচ | ১৪০ – ১৬০ টাকা |
চিচিঙ্গা | ৬০ টাকা |
ধন্দুল | ৮০ টাকা |
কচুর লতি | ৮০ টাকা |
বরবটি | ৮০ টাকা |
পেঁপে | ৪০ টাকা |
ঢেঁড়স | ৮০ টাকা |
পটল | ৬০ টাকা |
কাঁকরোল | ১০০ টাকা |
টমেটো | ১৪০ – ১৬০ টাকা |
গাঁজর | ১৬০ টাকা |
শসা | ৮০ টাকা |
আলু | ৩০ টাকা |
মোহাম্মদপুর কৃষি মার্কেটের এক ক্রেতা আব্দুর রশিদ বলেন,
“একটা প্যাকেট করে সবজি নিতে গেলেই ৫০০ টাকা লাগছে। আগে যেখানে ২০০ টাকায় এক সপ্তাহ চলতো, এখন সেটা দুইদিনও চলছে না।”
একই বাজারের আরেক ক্রেতা জান্নাতুল ফেরদৌস বলেন,
“গরিব-মধ্যবিত্তদের খাবার এখন সোনার হরিণ হয়ে গেছে। কাঁচা মরিচ, টমেটো আর গাঁজরের দাম শুনে মাথা ঘুরে যাচ্ছে।”
বিক্রেতারা বলছেন, খরার কারণে জেলায় জেলায় উৎপাদন কমেছে। পাশাপাশি জ্বালানি ও পরিবহন খরচ বাড়ায় বাজারে দাম বেড়েছে।
কারওয়ান বাজারের এক পাইকারি ব্যবসায়ী বলেন,
“পূর্বাঞ্চলের অনেক জায়গায় জলাবদ্ধতা ও অতিবৃষ্টি হয়েছে, ফলে কাঁচামালের সরবরাহ ব্যাহত হচ্ছে। আবার কিছু এলাকায় চাষ কম হয়েছে। এটাই প্রভাব ফেলছে।”
ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি বলেন,
“খোলাবাজারে অনিয়ন্ত্রিত দামের বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ আরও বিপদে পড়বে। সরকারকে বাজার মনিটরিং জোরদার করতে হবে।”
বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধি শুধু সবজি সীমাবদ্ধ নয়। বাজারে প্রায় প্রতিটি পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির জন্য নিয়মিত বাজার করা দুঃসাধ্য হয়ে উঠেছে।
📢 দৈনিক আশুলিয়ার বার্তা:
"সবজি হোক সবার নাগালে, বাজার হোক মানুষের পক্ষে" — জনদাবি
📝 প্রতিবেদন: দৈনিক আশুলিয়া বাজার ডেস্ক
📸 ছবি: নিজস্ব প্রতিনিধি / বাজার চিত্র
📞 যোগাযোগ: market@dainikashulia.com | 01714340417
"যেখানে ভাতের পাশে সবজি নাই, সেখানেই দুর্ভিক্ষের আভাস পাই!" — এক ক্রেতার আর্তনাদ
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.