দৈনিক আশুলিয়া
📅 শুক্রবার, ৪ জুলাই ২০২৫
📍 আইন ও অপরাধ ডেস্ক | নিজস্ব প্রতিবেদক, ঢাকা
র্যাব জানাল পূর্ব শত্রুতার প্রতিশোধের নৃশংস কাহিনি
কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ, বিবস্ত্র করে নির্যাতন এবং সেই দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জঘন্য ঘটনার মূল হোতা শাহ পরানকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন র্যাব কর্মকর্তারা।
র্যাব জানায়, শাহ পরান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের সময় ধর্ষণ-সংক্রান্ত ভিডিও, স্থিরচিত্র ও ঘটনার গুরুত্বপূর্ণ প্রমাণাদিসহ আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, দুই মাস আগে ফজর আলী ও তার ছোট ভাই শাহ পরানের মধ্যে পারিবারিক কলহ থেকে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয়ভাবে গ্রাম্য সালিশে গড়ায়, যেখানে জনসমক্ষে শাহ পরানকে থাপ্পড় দেন বড় ভাই ফজর আলী।
এই ঘটনাকে ঘিরেই শাহ পরান প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন এবং কৌশলে বড় ভাই ফজর আলীর সুনাম ও মানহানি করার পরিকল্পনা আঁটেন।
ঘটনার শিকার ভুক্তভোগী নারী হলেন ফজর আলীর সঙ্গে ঋণ-সম্পর্কিত এক পরিবারের সদস্য। সালিশের কিছুদিন পর, নারীর মা ফজর আলীর কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। এ নিয়ে সুযোগ খুঁজতে থাকেন শাহ পরান।
ঘটনার দিন সন্ধ্যায় নারীর বাবা-মা মেলায় গেলে ফজর আলী সুদের টাকার অজুহাতে নারীর ঘরে ঢোকেন।
এই সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী, শাহ পরান ও তার সহযোগীরা—
👉 আবুল কালাম
👉 অনিক
👉 আরিফ
👉 সুমন
👉 রমজান
👉 এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জন
নারীর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে নারীর ওপর নির্মম শারীরিক নির্যাতন চালায়। এরপর তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে।
এই অশ্লীল ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় চক্রটি, যা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
র্যাব জানায়, ঘটনার পর শাহ পরান ও অন্য আসামিরা আত্মগোপনে চলে যান।
তবে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি সহায়তায় শাহ পরানের অবস্থান শনাক্ত করে রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়,
“শাহ পরানের মোবাইল ডিভাইস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা এই চক্রের অন্য সদস্যদের শনাক্তে কাজ করছি।”
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
📢 দৈনিক আশুলিয়ার বার্তা:
“নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান সময়ের দাবি। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত হোক।”
📝 প্রতিবেদন: দৈনিক আশুলিয়া অপরাধ ডেস্ক
📸 ছবি: র্যাব মিডিয়া সেন্টার / ফাইল
📞 যোগাযোগ: crime@dainikashulia.com | 01714340417
“নারীর অসম্মান পুরো সমাজের কলঙ্ক—চুপ করে থাকা নয়, প্রতিরোধ গড়ুন।” — দৈনিক আশুলিয়া
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.