📰 দৈনিক আশুলিয়া
📅 প্রকাশিত: ৫ জুলাই ২০২৫ | 🕙 সময়: রাত ১১:৪৫
📞 যোগাযোগ: ০১৭১৪৩৪০৪১৭
🌐 ওয়েবসাইট: www.dainikashulia.com
ভয়াবহ রূপ নিয়েছে গুয়াদালুপে নদীর পানি বৃদ্ধি | ৪৫ মিনিটেই নদীর স্তর বেড়েছে ২৬ ফুট
🌎 আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক আশুলিয়া রিপোর্ট:
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কের কাউন্টিতে হঠাৎ করে সৃষ্ট ভয়াবহ বন্যা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়াও গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেওয়া প্রায় ২০ জন শিশু এখনো নিখোঁজ রয়েছে বলে জানানো হয়েছে।
শুক্রবার রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করে। স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের ফলে গুয়াদালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটে প্রায় ২৬ ফুট (৮ মিটার) বেড়ে গিয়ে আকস্মিক বন্যার সৃষ্টি করে।
বন্যার তীব্রতায় বহু বাড়িঘর, যানবাহন ও অবকাঠামো ধ্বংস হয়েছে। অনেক মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে।
টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক এক সংবাদ সম্মেলনে বলেন,
“এটি সাধারণ বন্যা নয়। খুব দ্রুত পানির উচ্চতা বেড়ে যায়, মানুষ পালাতে পারেনি। উদ্ধার কার্যক্রম চলছে। গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা শিশুদের সঙ্গে হয়তো শুধু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে—তবে এখনই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।”
বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১৪টি হেলিকপ্টার, ১২টি ড্রোন এবং ৯টি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। প্রায় ৫০০ জন কর্মী দিনরাত উদ্ধারকাজে অংশ নিচ্ছেন।
টেক্সাস রাজ্য সরকারের পক্ষ থেকে আশেপাশের কাউন্টিগুলোতেও বন্যা সতর্কতা জারি করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের উঁচু জায়গায় সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
🔚 বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে হঠাৎ এই ধরনের ভয়াবহ আবহাওয়া অস্বাভাবিক নয়। তাই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আরও প্রস্তুতি দরকার।
টেক্সাস বন্যা ২০২৫
, টেক্সাসে শিশু নিখোঁজ
, গুয়াদালুপে নদীর পানি
, যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা
, টেক্সাস ক্যাম্প দুর্ঘটনা
, dainik ashulia international news
, দৈনিক আশুলিয়া আন্তর্জাতিক প্রতিবেদন
📧 যোগাযোগ: news@dainikashulia.com
📞 হটলাইন: ০১৭১৪৩৪০৪১৭
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.