নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিশিষ্ট পরিবেশবাদী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, "শিক্ষা কেবলমাত্র ডিগ্রি অর্জনের নাম নয়। এটি সত্য, ন্যায় এবং পরিবেশ রক্ষার প্রতি এক গভীর দায়বদ্ধতার প্রতীক।"
বৃহস্পতিবার রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, "আমাদের শিক্ষা যেন কেবল উপার্জনের হাতিয়ারে সীমাবদ্ধ না থাকে। বরং শিক্ষা হতে হবে সমাজ বদলের, দেশ গড়ার এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর কার্যকরী হাতিয়ার।"
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "শুধু শ্রেণিকক্ষে নয়, বাস্তব জীবনেও শিক্ষার চর্চা জরুরি। আমাদের মেধা ও মনন দিয়ে সমাজের বৈষম্য দূর করতে হবে এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে।"
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা শিক্ষার মানবিক দিক ও পরিবেশ সচেতনতাকে সামনে রেখে পাঠ্যক্রম ঢেলে সাজানোর আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সৈয়দা রিজওয়ানা হাসান শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি গ্রহণে তাদের উদ্বুদ্ধ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.