📰 দৈনিক আশুলিয়া
📅 প্রকাশিত: ৫ জুলাই ২০২৫ | 🕒 সময়: বিকেল ৪:০০
📞 হটলাইন: ০১৭১৪৩৪০৪১৭
🌐 ওয়েবসাইট: www.dainikashulia.com
চট্টগ্রাম, খুলনাসহ চার বিভাগে দমকা হাওয়ার পূর্বাভাস | উপকূলীয় অঞ্চলে সর্তকতা বাড়াতে বলেছে আবহাওয়া অফিস
🌦️ আবহাওয়া ডেস্ক | দৈনিক আশুলিয়া রিপোর্ট:
বাংলাদেশের চারটি বিভাগে আজ রাত থেকে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়া দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৫ জুলাই) দুপুরে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়,
“সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে অধিকাংশ স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে।”
➡️ সমুদ্রবন্দরসমূহে (চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা) ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
➡️ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
➡️ ঝড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার, বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় বেশি বৃষ্টিপাত হতে পারে:
চট্টগ্রাম বিভাগে
বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল
সিলেট ও খুলনা বিভাগের কিছু অংশ
এছাড়া ঢাকাসহ অন্যান্য জায়গায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও আংশিক দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে।
মৎস্যজীবী ও জাহাজচালকদের উদ্দেশ্যে বলা হয়েছে—পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা যেন উপকূলের কাছাকাছি অবস্থান করে এবং অপ্রয়োজনে গভীর সমুদ্রে না যান।
🔚 আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া আরও ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
আজকের আবহাওয়ার খবর
, বাংলাদেশে ভারী বৃষ্টি
, ৩ নম্বর সতর্কতা সংকেত
, নৌবন্দরে ১ নম্বর সংকেত
, আবহাওয়ার পূর্বাভাস ৫ জুলাই
, চট্টগ্রামে বৃষ্টি
, উপকূলীয় ঝড়ো হাওয়া
, dainik ashulia weather news
📧 ইমেইল: weather@dainikashulia.com
📞 হটলাইন: ০১৭১৪৩৪০৪১৭
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.