নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, চলতি গ্রীষ্ম মৌসুমে লোডশেডিং সীমিত পর্যায়ে রাখার সর্বাত্মক চেষ্টা চলছে। আমাদের বিদ্যুৎ উৎপাদনের প্রক্ষেপণ ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছেছে এবং আশা করা হচ্ছে, পরিস্থিতি অনেকটাই ম্যানেজ করা যাবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
শনিবার দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে ফোরাম ফর এনার্জি রিপোর্টারস বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত "জ্বালানি সংকট উত্তরণের পথ" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, "আমরা লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখতে কাজ করছি। তবে বৈশ্বিক জ্বালানি সংকট ও দেশীয় উৎপাদন ব্যয় বৃদ্ধির চ্যালেঞ্জের মধ্যেও আমরা চেষ্টা করছি গ্রাহকদের ভোগান্তি কমিয়ে আনতে।"
সেমিনারে আরও উপস্থিত ছিলেন জ্বালানি বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জ্বালানি খাতের প্রতিনিধিরা। বক্তারা বিকল্প জ্বালানি উৎসের ব্যবহারে গুরুত্বারোপ করেন এবং টেকসই জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে যৌথ উদ্যোগের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, নতুন বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি আমদানি কার্যক্রম জোরদার করার পাশাপাশি বিদ্যমান অবকাঠামো ব্যবস্থাপনায়ও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.