📰 দৈনিক আশুলিয়া
🌐 www.dainikashulia.com
📅 রবিবার, ৬ জুলাই ২০২৫ | জাতীয় বিভাগ | কক্সবাজার প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার (উখিয়া):
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মাদকাসক্ত পিতা আমান উল্লাহ তার চার বছরের মেয়ে কানিজ ফাতেমা জুতিকে নির্মমভাবে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দিয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (৬ জুলাই) রাত ৯টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মনখালী এলাকায়।
স্থানীয়দের সহায়তায় ঘাতক আমান উল্লাহকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
“ঘাতক আমান উল্লাহ একজন পরিচিত মাদকাসক্ত। পারিবারিক কলহ ও মানসিক ভারসাম্যহীনতার কারণে সে তার চার বছরের শিশু কন্যা কানিজ ফাতেমা জুতি-কে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মরদেহ পাশের নদীতে ফেলে দেয়।”
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, ঘটনার পরপরই ঘরের দরজা আটকে আত্মগোপনের চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তি। কিন্তু গ্রামবাসী তাকে ঘিরে ফেলে এবং পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধারের চেষ্টা চলছে, এবং হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উখিয়া থানা পুলিশ এবং পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ঘটনার তদন্ত করছে।
উল্লেখ্য, অভিযুক্ত আমান উল্লাহর বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে।
🧒 নিহত শিশু: কানিজ ফাতেমা জুতি (বয়স ৪ বছর)
🧑⚖️ ঘাতক: আমান উল্লাহ (মাদকাসক্ত পিতা)
🕒 ঘটনার সময়: শনিবার রাত ৯টা, ৬ জুলাই ২০২৫
📍 স্থান: মনখালী, ৯নং ওয়ার্ড, জালিয়াপালং ইউনিয়ন, উখিয়া
🛑 অস্ত্র: লোহার রড
🌊 মরদেহ: নদীতে ফেলে দেওয়া হয়
👮 অবস্থা: গ্রেপ্তার, পুলিশ হেফাজতে
এই মর্মান্তিক ঘটনাটি আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল মাদকাসক্তি কিভাবে একজন মানুষকে অমানুষে রূপান্তরিত করে।
স্থানীয়দের দাবি, এমন ব্যক্তিদের মনিটরিং ও পুনর্বাসনে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
উখিয়ায় শিশু হত্যা
, মাদকাসক্ত বাবার হাতে শিশুর মৃত্যু
, কক্সবাজার শিশু হত্যা খবর
, জালিয়াপালং মনখালী হত্যাকাণ্ড
, Kaniz Fatema Juti murder
, Ukhia father kills daughter
, Cox’s Bazar crime news
, মাদক ও পারিবারিক সহিংসতা
, দৈনিক আশুলিয়া উখিয়া সংবাদ
📸 ছবি: উখিয়া থানায় আটক আমান উল্লাহ, মনখালী নদী এলাকা, স্থানীয়দের ভিড় (সংগৃহীত)
🖋 আরও পড়ুন:
👉 পারিবারিক সহিংসতা ও শিশু অধিকার: আইনি দৃষ্টিভঙ্গি
👉 কক্সবাজারে মাদক পরিস্থিতি: প্রশাসনের অবস্থান
👉 শিশুর নিরাপত্তায় সমাজের করণীয়
📢 আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ:
🌐 Visit: www.dainikashulia.com
📧 Email: news@dainikashulia.com
📱 Facebook | Instagram | YouTube | Twitter: @dainikashulia
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.