📰 দৈনিক আশুলিয়া
তারিখ: সোমবার, ৭ জুলাই ২০২৫ | সংস্করণ: প্রিন্ট | বিভাগ: রাজনীতি
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রবীণ রাজনীতিবিদ জয়নুল আবদীন ফারুক বলেছেন, “নতুন গঠিত দলের কেউ কেউ জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন চায়। হায়রে কপাল! আপনাদের জনসমর্থন কতটুকু তা আগে প্রমাণ করুন। কেউ কেউ আবার প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চায়। কিন্তু মনে রাখবেন—আমরা আপনাদের গদিতে বসানোর জন্য রক্ত দেইনি, আমরা রক্ত দিয়েছি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনের জন্য।”
তিনি রবিবার বিকেলে নোয়াখালীর সেনবাগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমাদের আর কষ্ট দিয়েন না। আমাদের নেতাকর্মীদের আবারও রাজপথে নামতে বাধ্য করিয়েন না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনই আমাদের পথ।”
সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবি এম জাকারিয়া এবং সদস্য সচিব ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য আবদুল্লাহ আল মামুন, সাবেক সহসভাপতি আবু ইউসুফ মজুমদার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহ বিএসসি এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
রাজপথে আন্দোলনের বার্তা নিয়ে বিএনপির এই সমাবেশে কর্মীদের বিপুল উপস্থিতি ছিল লক্ষণীয়। দলের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, “যদি জনগণের ভোটাধিকার ফেরাতে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা না হয়, তবে রাজপথেই হবে শেষ কথা।”
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.