নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫
আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে এমডব্লিউ বাংলাদেশ ম্যাগাজিন এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড ‘মায়া’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বেঙ্গল ইন মোশন’র দ্বিতীয় আসর। শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠান ছিল নৃত্য ও সাহিত্যপ্রেমীদের জন্য এক অনন্য সম্মিলন।
আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের সাথে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী নৃত্যের অপূর্ব মেলবন্ধন তুলে ধরা হয়। শুদ্ধ নৃত্যশিল্পের অনবদ্য পরিবেশনার মাধ্যমে প্রকাশিত হয় শিল্পের সৌন্দর্য ও মানবিকতার বার্তা।
অনুষ্ঠানে দেশের খ্যাতনামা নৃত্যশিল্পীরা বিভিন্ন ধাঁচের নৃত্য পরিবেশন করেন। রবীন্দ্রনাথের কবিতা, গান ও নাট্যাংশের ছন্দে সুরময় পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বেঙ্গল ইন মোশন নৃত্যের মাধ্যমে দক্ষিণ এশিয়ার শিল্প ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি প্রচেষ্টা। ভবিষ্যতেও এ ধরনের শিল্পচর্চা অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.