📅 তারিখ: সোমবার, ৭ জুলাই ২০২৫
🖋️ প্রতিবেদক: সাংবাদিক আল আমিন কাজী | ০১৭১৪৩৪০৪১৭
🌐 www.dainikashulia.com
🗂️ বিভাগ: রাজনীতি
দৈনিক আশুলিয়া ডেস্ক, নোয়াখালী:
স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নোয়াখালীর সেনবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
রবিবার (৬ জুলাই) বিকেলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা ২০১১ সালের ৬ জুলাই সংঘটিত হামলার ঘটনায় দায়ী এডিসি হারুন ও এসি বিপ্লবের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিকেল ৫টায় সেনবাগ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি।
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
সমাবেশে জয়নুল আবদিন ফারুক বলেন,
“২০১১ সালের ৬ জুলাই সংসদ ভবনের সামনে আমি শান্তিপূর্ণ মিছিল করছিলাম। সেই সময় আমার ওপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়। আজও সেই হামলার বিচার হয়নি। যারা জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে বর্বরতা করেছে, তাদের খুঁজে বের করে গ্রেফতার করতেই হবে।”
বক্তারা বলেন,
“যারা ২০১১ সালে রক্তাক্ত হামলা চালিয়েছিল, তাদের বিচার না হওয়া এ সরকারের রাজনৈতিক সন্ত্রাসের প্রমাণ। আমরা জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার ঘটনার সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি।”
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো
সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ
বিএনপি নেতা অ্যাডভোকেট এবিএম জাকারিয়া
এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা বলেন, এই হামলার বিচারের দাবি শুধু রাজনৈতিক প্রতিশোধ নয়, এটি আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ। এসময় তারা সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
🔍 SEO কিওয়ার্ডস (অনলাইন সংস্করণে):
সেনবাগ বিএনপি বিক্ষোভ, এডিসি হারুন গ্রেফতার দাবি, জয়নুল আবদিন ফারুক হামলা, ৬ জুলাই ২০১১, এসি বিপ্লব, বিএনপি নোয়াখালী, বাংলাদেশ রাজনীতি, গণতন্ত্র পুনরুদ্ধার, দৈনিক আশুলিয়া, www.dainikashulia.com, সাংবাদিক আল আমিন কাজী, বিএনপি সংবাদ ২০২৫, রাজনৈতিক সহিংসতা বাংলাদেশ
📷 ছবি: দৈনিক আশুলিয়া প্রতিনিধি
📽️ ভিডিও: dainikashulia.com/politics/protest-senbagh-bnp
📞 যোগাযোগ:
সাংবাদিক আল আমিন কাজী
📱 ০১৭১৪৩৪০৪১৭
✉️ news@dainikashulia.com
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.