📅 তারিখ: সোমবার, ৭ জুলাই ২০২৫
🖋️ প্রতিবেদক: সাংবাদিক আল আমিন কাজী | 📞 ০১৭১৪৩৪০৪১৭
🌐 www.dainikashulia.com
🗂️ বিভাগ: রাজনীতি / মতপ্রকাশ
দৈনিক আশুলিয়া ডেস্ক, রাজশাহী:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,
“আগামী ২৩ আগস্ট শহিদ মিনারে দেখা হবে। আমরা জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়ব ইনশাল্লাহ।”
রবিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।
এটি ছিল “দেশ গড়তে জুলাই পদযাত্রা”-র ষষ্ঠ দিনের কর্মসূচি, যেখানে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা এনসিপি অংশ নেয়।
সমাবেশে নাহিদ ইসলাম বলেন,
“গণহত্যাকারী খুনি হাসিনার বিচার দেখতে চাই। আমরা সংস্কার চাই, নতুন সংবিধান চাই। এমন একটি সংবিধান যা ইনসাফ নিশ্চিত করবে। পরিবারতন্ত্র ও স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
নাহিদ বলেন,
“জুলাই গণঅভ্যুত্থানের এক বছর হতে চলেছে। আমার ভাই আবু সাইদ পুলিশের গুলিতে শহিদ হয়েছেন, রাজশাহীতে আরও ভাইয়েরা শহিদ হয়েছেন। আমাদের স্বপ্ন শুধু শেখ হাসিনার পতন ছিল না, আমাদের স্বপ্ন ছিল বাংলাদেশের পুনর্গঠন।”
তিনি অভিযোগ করেন,
“৫ আগস্ট ২০২৪-এর পর বিভিন্ন মহলের ষড়যন্ত্রে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে। আমরা স্বীকার করছি, আমাদের ভুল ছিল, সীমাবদ্ধতা ছিল। তবে এবার আর সুযোগ দেব না।”
তিনি বলেন,
“৫ আগস্ট ২০২৪-এ আমাদের লক্ষ্য ছিল গণভবন। এবার আমাদের লক্ষ্য জাতীয় সংসদ ভবন। আমরা গণভবন জয় করেছি। এবার তরুণ প্রজন্ম সংসদেও জয় উদযাপন করবে ইনশাল্লাহ।”
নাহিদ ইসলাম রাজশাহীর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন,
“এই নগরী থেকেই মজলুম জননেতা মাওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ শুরু করেছিলেন। যদি পানির হিস্যা, সীমান্ত নিরাপত্তা না মেলে, আমরা আবারও রাজশাহী থেকে লংমার্চ শুরু করব।”
তিনি আরও বলেন,
“২৩ আগস্ট যারা বলেছে ‘জুলাই শুধু আবেগ’, যারা ‘জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দিতে চায় না’, তাদের স্পষ্ট বার্তা দিতে হবে—বাংলাদেশের জনগণ আর মুজিববাদী সংবিধানের ফেরত চায় না। যারা মুজিববাদের পাহারাদার, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
🔍 SEO ফোকাসড ট্যাগস (অনলাইন সংস্করণে):
জুলাই সনদ, এনসিপি নাহিদ ইসলাম, রাজশাহীতে এনসিপি সমাবেশ, ২৩ আগস্ট শহিদ মিনার, ফারাক্কা লংমার্চ ২০২৫, নতুন সংবিধান দাবি, গণঅভ্যুত্থান ৫ আগস্ট, শেখ হাসিনার পতনের ডাক, এনসিপি জুলাই ঘোষণাপত্র, জাতীয় নাগরিক পার্টি রাজনীতি, dainikashulia.com, সাংবাদিক আল আমিন কাজী
📷 ছবি: রাজশাহী এনসিপি ইউনিট
📹 ভিডিও প্রতিবেদন: www.dainikashulia.com/politics/ncp-july-roadmap
📞 যোগাযোগ:
সাংবাদিক আল আমিন কাজী
📱 ০১৭১৪৩৪০৪১৭
✉️ news@dainikashulia.com
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.