📰 দৈনিক আশুলিয়া
📅 প্রকাশিত: সোমবার, ৮ জুলাই ২০২৫
✍️ সাংবাদিক: আল আমিন
নিজস্ব প্রতিবেদক
জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ অঙ্গন জাতীয় পার্টি (জাপা) আবারও চরম অস্থিরতার মুখে পড়েছে। দলীয় গঠনতন্ত্র ও নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিতর্ক। সম্প্রতি দলের মহাসচিব পদে হঠাৎ পরিবর্তনের পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছে চরম বিভক্তি ও বিশৃঙ্খলা।
গতকাল রোববার (৭ জুলাই), দলের চেয়ারম্যান জি এম কাদের বর্তমান মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে শামীম হায়দার পাটোয়ারীকে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেন। তবে এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে দলের সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার একটি যৌথ বিবৃতি প্রকাশ করে বলেন, "এটি অগণতান্ত্রিক ও অসাংবিধানিক সিদ্ধান্ত। মুজিবুল হক চুন্নুই দলের বৈধ মহাসচিব।"
এই বিবৃতির পরই জি এম কাদের আরও কড়া সিদ্ধান্ত নিয়ে তিনজনকে—আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার এবং মুজিবুল হক চুন্নুকে—দল থেকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ-পদবি থেকে অব্যাহতি দেন। ওইদিন রাতেই গণমাধ্যমে জারি করা এক বিজ্ঞপ্তিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
উল্লেখযোগ্যভাবে, বহিষ্কৃত নেতারা পরে আবারও পাল্টা বিবৃতি দিয়ে জি এম কাদেরের সিদ্ধান্তকে 'গঠনতন্ত্রের অপব্যবহার' বলে দাবি করেন। তাঁরা বলেন, “এ ধরনের একতরফা সিদ্ধান্ত দলীয় ঐক্যকে ধ্বংস করবে এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।”
দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই ঘটনার পর বেশ বিভ্রান্ত অবস্থায় আছেন। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় পার্টিতে নেতৃত্বের সংকট দীর্ঘমেয়াদী বিভাজনে রূপ নিতে পারে, যা দলটির আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ ও অবস্থানকে ক্ষতিগ্রস্ত করবে।
জাতীয় পার্টির অস্থিরতা
জি এম কাদের বনাম চুন্নু
জাতীয় পার্টি মহাসচিব পরিবর্তন
জাপা গঠনতন্ত্র বিতর্ক
শামীম হায়দার পাটোয়ারী নিয়োগ
জাতীয় রাজনীতি ২০২৫
জাপা অভ্যন্তরীণ দ্বন্দ্ব
জাতীয় পার্টির বহিষ্কার
জাতীয় পার্টির সাম্প্রতিক অভ্যন্তরীণ সংকট দেশের রাজনৈতিক অঙ্গনে বড় আলোচনার জন্ম দিয়েছে। একপক্ষ দলীয় গঠনতন্ত্র রক্ষার কথা বলছেন, অন্যপক্ষ নেতৃত্বের কর্তৃত্ব বজায় রাখতে দৃঢ়। এই রাজনৈতিক দ্বন্দ্ব ভবিষ্যতে কী মোড় নেয়, তা সময়ই বলে দেবে।
🔁 আপডেট পেতে দৈনিক আশুলিয়া সঙ্গে থাকুন।
📩 মতামত বা সংবাদ পাঠাতে ই-মেইল করুন: news@dainikashulia.com
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.