📰 দৈনিক আশুলিয়া
তারিখ: মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
জাতীয় সংবাদ
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠার আহ্বান
📍 নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা
মিছিল ও আলোচনা সভার মধ্য দিয়ে গাইবান্ধায় উদযাপন করা হয়েছে বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১২টার দিকে গাইবান্ধা শহরের ১নং রেলগেট এলাকায় সংগঠনটির জেলা কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের গাইবান্ধা জেলা সভাপতি আব্দুল মালেক। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী)’র জেলা আহ্বায়ক আহসানুল হাবিব সাঈদ। আরও বক্তব্য রাখেন ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সিজু, শ্রমিক নেতা রাজু আহমেদ ও নারী শ্রমিক নেত্রী মাসুদা আক্তার।
বক্তারা বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ছিল শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের মুক্তির জন্য লড়াইয়ের প্রেরণা। আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া।”
সভা শেষে সংগঠনের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে লাল পতাকা, ব্যানার ও দাবি-দাওয়াসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতাকর্মীরা।
মিছিলে অংশগ্রহণকারীদের মুখে ছিল—“ন্যায্য মজুরি চাই”, “শ্রমিক শোষণ চলবে না”, “ট্রেড ইউনিয়ন অধিকার মানতে হবে”—এই ধরনের নানা স্লোগান।
স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবেই কর্মসূচি সম্পন্ন হয়।
🖋️ আরও পড়ুন:
🔹 ‘শ্রমিক মজুরি ন্যূনতম ২০ হাজার টাকা করতে হবে’—আন্দোলনে নতুন দাবি
🔹 জুলাই গণ-অভ্যুত্থান: শ্রমজীবী আন্দোলনের ইতিহাস
🔹 গাইবান্ধা অঞ্চলে শ্রমিক নির্যাতনের চিত্র
দৈনিক আশুলিয়া | শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর
www.dainikashulia.com
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.