📰 দৈনিক আশুলিয়া
তারিখ: মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
জাতীয় সংবাদ
মাইজদী শহরের স্কুল, হাসপাতাল, সড়ক প্লাবিত | ২৪ ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত
📍 নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
টানা মুষলধারে বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে নোয়াখালীর বহু সড়ক ও অলিগলি। গত ২৪ ঘণ্টায় জেলায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোসহ বসতবাড়িতেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বিশেষ করে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে নোয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, “মৌসুমী বায়ুর প্রভাবে এ বৃষ্টি হচ্ছে। আগামী দিনগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদীবন্দরে ১ নম্বর এবং সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।”
নোয়াখালীর মাইজদী শহরের প্রেসক্লাব সড়ক, টাউন হল মোড়, ইসলামিয়া সড়ক, ডিসি সড়ক, মহিলা কলেজ সড়ক, জেলখানা সড়ক ও মাইজদী বাজার এলাকার রাস্তাগুলো হাঁটুপানিতে তলিয়ে যায়। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্কুলগামী শিক্ষার্থীরা।
আল ফারুক স্কুল একাডেমির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাবরুর হোসেন অয়ন বলে, “পরীক্ষা দিচ্ছি, কিন্তু স্কুলে আসতে ভয় লাগে। রাস্তাও ডুবে গেছে, স্কুলেও পানি ঢুকেছে।”
সপ্তম শ্রেণির শিক্ষার্থী নাদিম জানায়, “ভিজে গিয়েছি পুরো শরীর। বই-খাতা বাঁচানোই দায় হয়ে যায়।”
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা, খাল ও জলাশয় দখল এবং ভরাট হয়ে যাওয়া নালা-নর্দমাই জলাবদ্ধতার মূল কারণ। ছোট একটি বৃষ্টি হলেই শহরের বিভিন্ন স্থানে হাঁটু পানির দৃশ্য এখন নিয়মিত।
শহরের জজকোর্ট সড়ক, আল ফারুক একাডেমি সড়ক, কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর এলাকার করালিয়া, মওদুদ স্কুল, কলেজ গেইট, হাসপাতাল গেইট, বেগমগঞ্জ, কবিরহাট, সুবর্ণচর ও সেনবাগ—সব জায়গায় একই চিত্র। পানিতে ডুবে গেছে প্রধান সড়ক থেকে শুরু করে গ্রামীণ রাস্তাও।
সাধারণ মানুষ বলছেন, “শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, দায় রয়েছে পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের। উন্নয়ন হলেও টেকসই কিছু দেখা যায় না। বছর বছর একই জায়গায় একই সমস্যা।”
🖋️ আরও পড়ুন:
🔹 নোয়াখালীর জলাবদ্ধতা: পরিকল্পনা আছে, বাস্তবায়ন নেই
🔹 শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকছে পানি, বিকল গণপরিবহন
🔹 জলাবদ্ধতা নিরসনে স্থানীয়দের ৫ দফা দাবি
দৈনিক আশুলিয়া | দুর্ভোগ নয়, দায়বদ্ধতা চাই
www.dainikashulia.com
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.