📰 দৈনিক আশুলিয়া
তারিখ: মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
আন্তর্জাতিক সংবাদ
নিখোঁজের পর অচৈতন্য অবস্থায় রেললাইনে ফেলে দেওয়া হয়, পায়ের ওপর দিয়ে ট্রেনও চালানো হয়
📍 নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের হরিয়ানায় এক নারীর বিরুদ্ধে ভয়াবহ গণধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার দেশটির পুলিশ এই ঘটনায় নিশ্চিত করেছে। নিখোঁজ হওয়া ওই নারী দাবি করেছেন, তাকে প্রথমে ধর্ষণ করা হয়, পরে অচৈতন্য অবস্থায় রেললাইনে ফেলে দেওয়া হয়। সেই সময় তার পায়ের ওপর দিয়ে একটি ট্রেনও চলে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী গত ২৪ জুন থেকে নিখোঁজ ছিলেন। তার স্বামী থানায় জানায়, অশান্তির কারণে স্ত্রী বাড়ি থেকে চলে গিয়েছিলেন। নিখোঁজ হওয়ার দুই দিন পর তিনি থানায় নিখোঁজ ডায়েরি করেন। স্বামী জানান, অতীতে তার স্ত্রী এমন পরিস্থিতিতে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন, পরে নিজের ইচ্ছায় ফিরে আসতেন।
নির্যাতিতা পুলিশের কাছে বর্ণনা দিয়েছেন, তিনি গৃহকল্লহের কারণে বাড়ি ছেড়ে কাছে একটি রেলস্টেশনে বসেছিলেন। সেখানে এক অপরিচিত ব্যক্তি তার কাছে এসে বলেন, তার স্বামী তাকে পাঠিয়েছে। ওই ব্যক্তির কথায় বিশ্বাস করে তিনি তার সঙ্গে বাড়ির পথে হাঁটা শুরু করেন।
হঠাৎ ওই ব্যক্তি তাঁকে একটি ট্রেনের খালি কামরায় জোরপূর্বক তুলে নিয়ে যান। সেখানে প্রথমে ওই ব্যক্তি এবং পরে আরও দুইজন নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।
🖋️ পূর্ববর্তী প্রতিবেদন:
🔹 ভারতের নারীদের নিরাপত্তা সংকট: করণীয় ও চ্যালেঞ্জ
🔹 ট্রেন ও পাবলিক পরিবহনে নারীদের নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ
🔹 আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উদ্বেগ
দৈনিক আশুলিয়া | মানবাধিকার ও নারীর নিরাপত্তার পক্ষ
www.dainikashulia.com
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.