📰 স্টাফ রিপোর্টার: আল আমিন কাজী | দৈনিক আশুলিয়া
📍 সাভার, ঢাকা | তারিখ: ১১ জুলাই ২০২৫
রাজধানীর উপকণ্ঠ সাভারে অভিযান চালিয়ে পুলিশ ৫০০ পিস ইয়াবাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম জালাল আহমেদ (৬৩)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম সাতঘরিয়া নয়াপাড়া গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে সাভার পৌরসভার গেন্ডা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি মোহাম্মদ জুয়েল মিঞা) জানান,
“গোপন তথ্যের ভিত্তিতে এসআই জাকির আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় জালাল আহমেদকে ৫শ’ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।”
গ্রেফতার হওয়া জালালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় মামলা রুজু হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার জালালের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজন মাদক ব্যবসায়ীকে চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক সময়ে সাভারে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ নানা ধরনের মাদক ব্যবসা বাড়ছে বলে স্থানীয়রা জানান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাভার ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। জনসাধারণকে মাদকবিরোধী কর্মকাণ্ডে সহযোগিতার জন্য উৎসাহিত করা হয়েছে।
🔍 SEO ফ্রেন্ডলি কীওয়ার্ডস:সাভারে ইয়াবা গ্রেফতার
, সাভার মাদক ব্যবসায়ী
, ঢাকা ইয়াবা আটক
, জালাল আহমেদ টেকনাফ
, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন
, সাভার মডেল থানা
, পাকিজা মোড় অভিযান
, দৈনিক আশুলিয়া
, বাংলাদেশে ইয়াবা
, মাদকবিরোধী অভিযান
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.