দৈনিক আশুলিয়া
১২ জুলাই ২০২৫ | শনিবার
নিজস্ব প্রতিবেদক | জয়পুরহাট প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম।
শুক্রবার (১১ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার ধরঞ্জি ইউনিয়নের হাটখোলা, ধরঞ্জি বাজার ও কোতোয়ালিবাগ বাজার এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়।
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ফয়সাল আলিম বলেন—
“সংস্কারের নামে নির্বাচনকে পেছানো যাবে না। একটি বিশেষ দল তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে এ পাঁয়তারা করছে। কিন্তু জনগণ এবার তা হতে দেবে না।”
তিনি বলেন,
“সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি নির্বাচন বা গণতন্ত্র থামিয়ে রাখার অজুহাত হতে পারে না। আমাদের দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফসল এখন ঘরে তুলতে হবে। ১৫ দিনে দেশ স্বাধীন হয়নি, তেমনি রাতারাতি পরিবর্তনও সম্ভব নয়—জনগণকে নিয়েই পরিবর্তনের পথে এগোতে হবে।”
তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের এই ৩১ দফা মূলত দেশের বিচারব্যবস্থা, প্রশাসন, নির্বাচন কমিশন, মানবাধিকার, শিক্ষানীতি ও দুর্নীতিবিরোধী ব্যবস্থা সংস্কারে একটি রূপকল্প। এই দফাগুলোর ভিত্তিতে ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায় বিএনপি।
ফয়সাল আলিম বলেন—
“এই ৩১ দফা শুধু রাজনৈতিক দলের দলিল নয়, এটি একটি জাতির নতুন ভবিষ্যতের রূপরেখা।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। হাট-বাজারে সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন তারা। এর মাধ্যমে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হয়।
স্থানীয় বাসিন্দাদের অনেকে লিফলেট পড়ে আগ্রহ প্রকাশ করেন এবং রাজনৈতিক সচেতনতার এমন উদ্যোগকে স্বাগত জানান।
কর্মসূচির এক পর্যায়ে ফয়সাল আলিম জানান,
“এটা একটি সূচনা মাত্র। আমরা জেলার প্রতিটি গ্রাম ও শহরে এই লিফলেট পৌঁছে দেব। দেশের মানুষের সামনে সত্য তুলে ধরতে হবে। জনগণই হবে পরিবর্তনের মূল চালিকাশক্তি।”
সাংবাদিক: আল আমিন
দপ্তর: রাজনৈতিক ডেস্ক, দৈনিক আশুলিয়া
📧 politics@dainikashulia.com
🌐 www.dainikashulia.com/politics
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.