নিজস্ব প্রতিবেদক:
২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে রাষ্ট্রের বিরুদ্ধে উসকানির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত।
রবিবার (২৭ এপ্রিল) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন।
খালাস পাওয়া অপর চার আসামি হলেন- ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী, মো. রফিকুল ইসলাম নয়ন, হাবিবুর রহমান হাবিব এবং রবিউল ইসলাম রবি।
রায় ঘোষণার সময় আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন।
২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের টানা আন্দোলন চলাকালে রাষ্ট্রবিরোধী উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেন।
রায়ের পর আসামিপক্ষের আইনজীবীরা বলেন, "এই মামলাটি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ন্যায়বিচারের মাধ্যমে আজ সত্যের বিজয় হয়েছে।"
আসামিরা রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। তবে মামলার বিষয়ে তারা কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.