📰 দৈনিক আশুলিয়া
তারিখ: বুধবার, ১৬ জুলাই ২০২৫
প্রচ্ছদ প্রতিবেদন
সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “মাদরাসায় আরবি ভাষার পাশাপাশি ইংরেজি ভাষার চর্চাও সময়ের দাবি। এতে শিক্ষার্থীরা আধুনিক জ্ঞান ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে।”
গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শাহচান্দ আউলিয়া মাদরাসা পরিদর্শন শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আমরা চাই মাদরাসাগুলো থেকে মেধাবী শিক্ষার্থীরা গড়ে উঠুক। ইংরেজি জানলে তারা ডাক্তার, প্রকৌশলী, গবেষক, শিক্ষক, তথ্যপ্রযুক্তিবিদসহ বিভিন্ন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। শুধু ধর্মীয় জ্ঞান নয়, আধুনিক বিজ্ঞান ও আন্তর্জাতিক যোগাযোগেও তারা এগিয়ে থাকবে।”
ধর্ম উপদেষ্টা আরও বলেন, “ইংরেজি ভাষার জ্ঞান শিক্ষার্থীদের ইসলামী চিন্তা ও বৈশ্বিক জ্ঞান-বিজ্ঞানকে একত্রে গ্রহণ করতে সহায়তা করবে। ফলে তারা বিশ্বমঞ্চে ইসলামকে যথাযথভাবে তুলে ধরতে পারবে।”
📌 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
বিএনপি দক্ষিণ জেলা আহ্বায়ক ইদ্রিস মিয়া
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরহানুর রহমান
মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইফুদ্দিন খালেদ
আলোচনায় শিক্ষকরা ইংরেজি শিক্ষার সুযোগ ও পরিকাঠামো উন্নয়নে সরকারের সহায়তা কামনা করেন। শিক্ষার্থীরাও আধুনিক শিক্ষায় নিজেদের এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
📣 প্রতিক্রিয়া ও প্রত্যাশা
স্থানীয় শিক্ষানুরাগীরা সরকারের এই দৃষ্টিভঙ্গিকে সময়োপযোগী এবং মাদরাসা শিক্ষায় একটি বড় ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তারা মনে করছেন, এতে করে ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাতীয় উন্নয়নেও মাদরাসা শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পারবে।
🖋️ দৈনিক আশুলিয়া প্রতিনিধি
📞 যোগাযোগ: news@dainikashulia.com
🌐 ওয়েব: www.dainikashulia.com
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.