১৩ রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে সতর্ক বার্তা
নিজস্ব প্রতিবেদক ❖
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ফের ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক দিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের এক বছরপূর্তিতে আমরা সকল রাজনৈতিক শক্তিকে নিয়ে অতীতকে স্মরণ করতে চেয়েছিলাম। উদ্দেশ্য ছিল—ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃশ্যমান রাজনৈতিক ঐক্য গড়ে তোলা। কিন্তু এক বছরও পেরোয়নি, এরই মধ্যে ষড়যন্ত্রের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে।”
বুধবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
সভায় দেশের ১৩টি রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতারা অংশ নেন। ফ্যাসিবাদবিরোধী অবস্থান সুসংহত রাখতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “মতপার্থক্য থাকবেই, প্রতিদ্বন্দ্বিতাও থাকবে। কিন্তু ফ্যাসিবাদের মতো শত্রুর বিরুদ্ধে আমাদের ঐক্য এখন সময়ের দাবি। এই ঐক্য দৃশ্যমান না হলে তারা এটিকে দুর্বলতা ভাববে, সুযোগ নেবে।”
বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক নেতারা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ও গণঐক্য অটুট রাখার প্রতি অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তারা প্রধান উপদেষ্টাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।
নেতারা নির্বাচন, বিচার ও প্রশাসনিক সংস্কারে সরকারের পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “আগামী নির্বাচনের আগে নিয়মিতভাবে সর্বদলীয় সভার আয়োজন জরুরি, যাতে সমন্বিত প্রতিরোধ গড়ে তোলা যায়।”
বৈঠকে উপস্থিত ছিলেন—
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন
গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি
এবি পার্টির মজিবুর রহমান
নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার
গণঅধিকার পরিষদের নুরুল হক
এলডিপির রেদোয়ান আহমেদ
খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক
জেএসডির তানিয়া রব
১২ দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম
বাসদের বজলুর রশীদ ফিরোজ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র রুহিন হোসেন প্রিন্স
গণফোরামের মিজানুর রহমান
সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, রাজনৈতিকভাবে সক্রিয় সকল গণতান্ত্রিক শক্তিকে একসাথে নিয়ে নিয়মিত সংলাপ ও কর্মসূচির মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে ফ্যাসিবাদ প্রতিহত করা হবে।
📍 দৈনিক আশুলিয়া | গণতন্ত্রের পক্ষে নির্ভীক কণ্ঠ
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.