📰 দৈনিক আশুলিয়া
প্রকাশকাল: রবিবার, ২৭ জুলাই ২০২৫
আবহাওয়া বার্তা
📍 নিজস্ব প্রতিবেদক:
দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলঘেঁষা সাতটি জেলার ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই সতর্কতা জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এই অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, নৌযান ও নদীপথে চলাচলরতদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং অপ্রয়োজনে ছোট নৌকা বা ট্রলার নিয়ে নদীতে নামা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় স্থানীয় কৃষক ও জেলেদের মধ্যেও উদ্বেগ বিরাজ করছে।
📞 সংযোগ: weather@dainikashulia.com
📷 ছবি: সংগৃহীত
🌐 আরও খবর পড়ুন: www.dainikashulia.com
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.